Arambagh: মৃত মেয়ের পাশে ৩-৪ দিন ঠায় বসে মা, দুর্গন্ধের ঠেলায় ছুটে এল পুলিশ
Arambagh: স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, মানসিকভাবে খানিকটা ভারসাম্যহীন ছিলেন মাধুরী দেবী। যদিও তিনি নিজেই বৃদ্ধ মায়ের জন্য রোজ রান্না করতেন। সাংসারের যাবতীয় কাজও করতেন নিজের হাতেই।
আরামবাগ: দিন তিন-চার আগেই মারা গিয়েছে মেয়ে। কিন্তু, অবাক চোখে তখনও মেয়ের পাশে বসে মা। টেরই পাননি মেয়ে মারা গিয়েছেন। এদিকে মৃত্যুর খবর তখনও পৌঁছায়নি প্রতিবেশীদের কানে। তবে একটা দুর্গন্ধ অনেকেই পেতে শুরু করেছিলেন। গন্ধের উৎসের খোঁজ শুরু হতেই চোখ কপালে উঠল সকলের। চাঞ্চল্যকর এ ঘটনা ঘটেছে আরামবাগের (Arambagh) গৌরহাটি-১ নম্বর গ্রাম পঞ্চায়েতের রামবাজার এলাকায়। এখানেই মা গীতা দত্তের সঙ্গে থাকতেন মাধুরী দত্ত (৫৮)। বৃদ্ধার দুই ছেলে থাকেন আলাদা বাড়িতে।
স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, মানসিকভাবে খানিকটা ভারসাম্যহীন ছিলেন মাধুরী দেবী। যদিও তিনি নিজেই বৃদ্ধ মায়ের জন্য রোজ রান্না করতেন। সাংসারের যাবতীয় কাজও করতেন নিজ হাতে। একইঘরে থাকতেন মায়ের সঙ্গে। এদিকে বিগত দু’দিন ধরে তাঁদের বাড়ি থেকে হালকা একটা দুর্গন্ধ পেতে শুরু করেন বলে জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার বিকালে গন্ধের তীব্রতা আরও বেড়ে যায়।
স্থানীয় বাসিন্দারা মাধুরী দেবীর বাড়িতে ঢুকে দেখেন খাটের উপর পড়ে রয়েছে তাঁর পচা গলা দেহ। পাশে বসে রয়েছেন বৃদ্ধ মা। এ ঘটনা দেখা মাত্রই খবর যায় পুলিশ। পুলিশ এসে মাধুরী দেবীর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আরামবাগ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।