Panchayat Board: বিজেপির গঠন করা বোর্ড ২ দিন পরই তৃণমূলের দখলে! টানটান নাটক খানাকুলে

বোর্ড গঠনের দুদিন পার হতে না হতেই আবার নিজের দল অর্থাৎ তৃণমূলে ফিরে আসেন দুই সদস্য। সদ্য নির্বাচিত প্রধান দেবাশিস সিং এবং অসীমা কারক ফের তৃণমূলে ফিরে আসেন। শনিবার সন্ধ্যায় জেলা সভাপতি রামেন্দু সিংহ রায় তারকেশ্বরে নিজের অফিসে দলীয় পতাকা তুলে দেন তাঁদের হাতে।

Panchayat Board: বিজেপির গঠন করা বোর্ড ২ দিন পরই তৃণমূলের দখলে! টানটান নাটক খানাকুলে
তৃণমূলে ফিরলেন দুই সদস্য। নিজস্ব চিত্র। Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Aug 12, 2023 | 10:42 PM

খানাকুল: পঞ্চায়েত ভোটের পর বোর্ড গঠন নিয়েও টানটান নাটকের সাক্ষী থাকল গ্রাম বাংলা। দুদিন আগে যে পঞ্চায়েত ছিল বিজেপির দখলে, আজ তা হয়ে গেল তৃণমূলের! আরামবাগ সাংগঠনিক জেলার এই ঘটনায় হুগলি জেলা জুড়ে শোরগোল পড়েছে।

হুগলির খানাকুল এক নম্বর ব্লকের অরুন্ডা গ্রাম পঞ্চায়েতে মোট আসন সংখ্যা ২৩। যার মধ্যে তৃণমূল জিতেছিল ১৪টি আসনে এবং বিজেপি জেতে ৯টি আসনে। স্বাভাবিক ভাবেই সংখ্যাগরিষ্ঠতা লাভ করায় বোর্ড গঠনের কথা শাসক দল তৃণমূলেরই। কিন্তু বোর্ড গঠনের দিন দেখা যায় তিন জন জয়ী তৃণমূল সদস্য আনুষ্ঠানিক ভাবে বিজেপির জেলা সভাপতি বিমান ঘোষের হাত ধরে বিজেপিতে যোগদান করেন। এর জেরে উল্টে যায় হিসাব। তিন জনের দলবদলে বিজেপির সদস্য সংখ্যা হয় ১২ এবং তৃণমূলের ১১। এর পর সেখানে বোর্ড গঠন করে বিজেপি। প্রধান হিসাবে নির্বাচিত করা হয় তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়া দেবাশিস সিং। এবং উপপ্রধান হন বিজেপির টিকিট থেকে জয়ী প্রার্থী তনুশ্রী রায় দলুই।

এই বোর্ড গঠনের দুদিন পার হতে না হতেই আবার নিজের দল অর্থাৎ তৃণমূলে ফিরে আসেন দুই সদস্য। সদ্য নির্বাচিত প্রধান দেবাশিস সিং এবং অসীমা কারক ফের তৃণমূলে ফিরে আসেন। শনিবার সন্ধ্যায় জেলা সভাপতি রামেন্দু সিংহ রায় তারকেশ্বরে নিজের অফিসে দলীয় পতাকা তুলে দেন তাঁদের হাতে। এর জেরে তৃণমূলের আসন সংখ্যা হয় ১৩ এবং বিজেপির ১১।

তৃণমূল জেলা সভাপতি রামেন্দু সিংহ রায়ের অভিযোগ, বোর্ড গঠনের একদিন আগে থেকেই তাঁদের জয়ী তিন সদস্যকে অপহরণ করে বিজেপি এবং বোর্ড গঠনের দিন তাঁদের বিজেপিতে জোর করে যোগদান করায়। বিজেপির হাত থেকে ছাড়া পেয়েই আবার দুই সদস্য তৃণমূলে যোগদান করে বলে দাবি তাঁর। এর জেরে ওই পঞ্চায়েতের বোর্ড ফের তাঁদের দখলে গেল বলে দাবি করেন ওই তৃণমূল নেতা। অন্য দিকে বিজেপির জেলা সভাপতি বিমান ঘোষের দাবি যারা তৃণমূলে যোগদান করছে বলে দাবি করছে শাসক দল তাঁদের বাড়ি থেকে অপহরণ করা হয়েছে। এতে কিছু লাভ হবে না। বরং এর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। পঞ্চায়েত আইন জানে না তৃণমূল। বোর্ড বিজেপির দখলেই থাকবে। অন্যদিকে দেবাশিস সিং যিনি দুদিন আগে বিজেপিতে যোগদান করে প্রধান হয়েছিলেন, আবার তৃণমূলে যোগদান দিয়ে বলেন, “বিজেপি আমাদের ভয় দেখিয়ে তাঁদের দলে যোগদান করিয়েছিল। এখন ভুল বুঝতে পেরেছি। তাই এবার নিজের পুরনো দলেই ফিরে এলাম।”