Howrah Arms business: হাওড়ায় গ্রেফতার অস্ত্র পাচারকারী, উদ্ধার ১৩০ রাউন্ড গুলি

Howrah Arms business: জানা গিয়েছে, দিনে দুপুরে এক ব্যবসায়ীকে বন্দুকের বাঁট দিয়ে মেরে তার কাছ থেকে ১১ লক্ষ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছিল। ঘটনার তদন্তে নামতেই আগ্নেয়াস্ত্র বেচাকেনার কারবারের হদিশ পায় হাওড়া সিটি পুলিশ।

Howrah Arms business: হাওড়ায় গ্রেফতার অস্ত্র পাচারকারী, উদ্ধার ১৩০ রাউন্ড গুলি
অভিযুক্ত অস্ত্র ব্যবসায়ীImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Aug 23, 2023 | 11:55 AM

হাওড়া: ডাকাতি করে লুটের টাকায় অস্ত্র কেনার অর্ডার। আর সেই আগ্নেয়াস্ত্র হাতে তুলে দেওয়ার সময় পুলিশের হাতে গ্রেফতার এক অস্ত্র পাচারকারী। ধৃতের কাছ থেকে উদ্ধার তিনটি বিদেশি আগ্নেয়াস্ত্র এবং ১৩০ রাউন্ড গুলি।

জানা গিয়েছে, দিনে দুপুরে এক ব্যবসায়ীকে বন্দুকের বাঁট দিয়ে মেরে তার কাছ থেকে ১১ লক্ষ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছিল। ঘটনার তদন্তে নামতেই আগ্নেয়াস্ত্র বেচাকেনার কারবারের হদিশ পায় হাওড়া সিটি পুলিশ। জানা গিয়েছে, হাওড়ার লিলুয়ার বাসিন্দা বছর ২৬ এর পার্থ দাস ওরফে রনি। তার কাছেই বেআইনিভাবে আগ্নেয়াস্ত্র বিক্রির অভিযোগ ওঠে সুরজ রায় নামে এক যুবকের বিরুদ্ধে। মঙ্গলবার ব্যাঁটরা থানার পুলিশ মুর্শিদাবাদ লালবাগের বাসিন্দা সুরজ ওরফে রাজকে গ্রেফতার করেছে।

গতকাল সকাল সাড়ে ৭টা নাগাদ টিকিয়াপাড়ায় সুরজ যখন ব্যাগ ভর্তি আগ্নেয়াস্ত্র ও গুলি নিয়ে রনিকে বিক্রি করতে আসে, তখনই হাতেনাতে তাকে ধরে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা। ওই ব্যাগ থেকে তিনটি আগ্নেয়াস্ত্র পেয়েছে পুলিশ। এর মধ্যে ২টি সেভেন এমএম পিস্তল ও একটি সিক্স সাটার বন্দুক। একই সঙ্গে ১৩০ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। মঙ্গলবার দুপুরেই ধৃত সুরজকে হাওড়া আদালতে তুলে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন করে পুলিশ। পুলিশ জানিয়েছে, সুরজ ছাড়াও এই আগ্নেয়াস্ত্র নিয়ে হাওড়া সিটি পুলিশ এলাকায় আর কেউ কারবার করছে কি না জিজ্ঞাসাবাদ চালিয়ে জানার চেষ্টা হচ্ছে।

প্রসঙ্গত, রনিও একটি ছিনতাইয়ের মামলায় অভিযুক্ত। সেই মামলায় সোমবার দুপুরে রনিকে গ্রেফতার করার পরই তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। রনি পুলিশকে জানায়, ছিনতাই হওয়া টাকা দিয়েই সে সুরজের কাছ থেকে আগ্নেয়াস্ত্র কিনেছিল।

পুলিশ সূত্রে খবর, ১৯ জুন ব্যাঁটরায় বন্দুকের বাঁট দিয়ে মেরে এক ব্যবসায়ীর কাছ থেকে ১১ লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছিলে। সেই ঘটনার তদন্তে নেমে পুলিশ ৫ জনকে গ্রেফতারও করে। যে বন্দুকের বাঁট দিয়ে ব্যবসায়ীকে মারা হয়েছিলে সেটিও উদ্ধারও হয়। আগ্নেয়াস্ত্র কোথা থেকে ছিনতাইকারীরা পেয়েছে তা ধৃতদের জিজ্ঞাসাবাদ করতেই রনির নাম উঠে আসে। এরপরই রনিকে গ্রেফতার করেন আধিকারিকরা। এদিন ধৃতকে হাওড়া আদালতে পেশ করা হলে পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় বিচারক। ধৃতের বিরুদ্ধে অস্ত্র আইন ২৫/২৭ ধারায় মামলা রুজু করেছে পুলিশ।