Panchayat poll violence: ‘মোদীবাবু আসুন’, বিজেপির প্রতিনিধি দলকে কাছে পেয়ে কাতর আর্জি আক্রান্তদের
Panchayat poll violence: আক্রান্তদের সঙ্গে কথা বলার পরেই তৃণমূল সরকারের বিরুদ্ধে সুর চড়াতে দেখা যায় বিজেপির প্রতিনিধি দলের সদস্যদের। উঠতে থাকে তৃণমূল বিরোধী স্লোগান।
আমতায়: ফল প্রকাশের পর কেটে গিয়েছে এক সপ্তাহের বেশি সময়। কিন্তু, এখনও প্রায়শই রাজ্যের নানা প্রান্ত থেকে আসছে হিংসার খবর। ঝরছে রক্ত। বাড়ছে মৃতের সংখ্যা। ভোট সন্ত্রাসের (Panchayat poll violence) জেরে এখনও ঘর ছাড়া বহু পরিবার। হিংসা কবলিত বাংলার বর্তমান অবস্থা খতিয়ে দেখতে ইতিমধ্যে বাংলায় এসেছেন বিজেপির ৫ মহিলা সাংসদ। বুধবার সকালে বিজেপির এই প্রতিনিধি দলকে যেতে দেখা গেল আমতায়। কথা বললেন আক্রান্ত পরিবারের সদস্যদের সঙ্গে। আমতার জয়পুরে আমরাগোড়ি গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ কাকরোল গ্রাম পরিদর্শন করেন তাঁরা।
কমিটির নেতৃত্বে বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র। প্রশাসন সহায়তা করেনি, আতঙ্কে দিন কাটছে, অভিযোগ এলাকার বাসিন্দাদের। প্রতিনিধি দলের সদস্যদের সামনেই এলাকার এক মহিলা বললেন, “আমরা চাই ওরা এখান থেকে চলে যাক। ওদের অস্তিত্ব যেন না থাকে। আপনাদের কাছেও অনুরোধ করছি ওদের এখান থেকে দূরে পাঠিয়ে দিন। আমরা চাই আমাদের রাজ্যে মোদীবাবু যেন আসেন। আপনারা আমাদের পাশে থাকুন। ওরা যতদিন থাকবে আমরা শান্তি পাব না।”
আক্রান্তদের সঙ্গে কথা বলার পরেই তৃণমূল সরকারের বিরুদ্ধে সুর চড়াতে দেখা যায় বিজেপির প্রতিনিধি দলের সদস্যদের। উঠতে থাকে তৃণমূল বিরোধী স্লোগান। এক সদস্য তো চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানিয়ে বলেন, “এখানে গুন্ডারাজ চলছে। কিছু লোক এসে এদের খেতে দিয়েছেন তাই খেতে পাচ্ছেন। এখানে কীসের শাসন চলছে? আসলে মমতার সরকার যে বাংলার মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে তা এখান থেকেই প্রমাণ হয়ে যাচ্ছে।” অন্যদিকে বিগত কয়েকদিন ধরেই বাংলায় আক্রান্ত বিজেপি কর্মী সমর্থকদের বাড়ি যেতে দেখা যাচ্ছে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। গিয়েছিলেন আমতাতেও। আক্রান্ত কর্মীদের পাশে থাকারও আশ্বাসও দেন।