Murder in Howrah: পায়খানার চেম্বারে ভাইয়ের নিথর দেহ, দুই দাদার বিরুদ্ধে খুনের অভিযোগ

Murder in Howrah: ইতিমধ্যেই কুতুবউদ্দিনের দুই দাদার নামে থানায় অভিযোগ দায়ের করেছেন তাঁর স্ত্রী। তাঁদের একজনের নাম আসলাম খান, অন্যজন আজিজুল খান।

Murder in Howrah: পায়খানার চেম্বারে ভাইয়ের নিথর দেহ, দুই দাদার বিরুদ্ধে খুনের অভিযোগ
এই চেম্বার থেকে উদ্ধার দেহ
Follow Us:
| Edited By: | Updated on: Jun 07, 2023 | 8:51 PM

বাগনান: সম্পত্তি নিয়ে বিবাদের জেরে ভাইকে খুন (Murder) করে পায়খানার চেম্বারে ঢুকিয়ে ঢালাই করে দেওয়ার অভিযোগ উঠল দাদাদের বিরুদ্ধে। পলাতক দুই দাদা। ঘটনাটি ঘটেছে বাগনান খাদিনান খাঁপাড়ায়। অভিযুক্তদের বাড়িতে ভাঙচুর চালাল স্থানীয় বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, শেখ কুতুবউদ্দিন নামে খাদিনান খাঁপাড়ার এক বাসিন্দা বিগত ৪ দিন ধরে নিখোঁজ ছিলেন। স্থানীয় বাসিন্দাদের দাবি, ভাই হারিয়ে গেলেও তাঁর খোঁজে বিশেষ তৎপরতা দেখা যায়নি দাদাদের মধ্যে। তাতেই বাড়তে থাকে সন্দেহ। শুরুতে এ নিয়ে পুলিশের কাছে অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি বলে অভিযোগ স্থানীয় বাসিন্দারা। 

তাঁরাই এলাকার নানা প্রান্তে কুতুবউদ্দিনের খোঁজ করতে থাকেন। সূত্রের খবর, বুধবার পাড়া-প্রতিবেশীরাই বাথরুমের একটি পরিত্যক্ত চেম্বার ভেঙে কুতুবউদ্দিনের দেহ উদ্ধার করে। তারপর দেহ আটকে রেখে দোষীদের গ্রেফতারের দাবিতে দীর্ঘক্ষণ ধরে চলে বিক্ষোভ। 

ঘটনা প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা রিয়াজুল খান বলেন, “একটা জায়গা বিক্রি নিয়ে ওর সঙ্গে ওর দুই দাদার ঝামেলা চলছিল। কুতুবউদ্দিনের কথা না শুনেই ওরা একটা জায়গা বিক্রি করে দিতে চাইছিল। ওর দাদারা ওকে মারধরও করে। বাড়ি থেকেও বের করে দিয়েছিল। রাস্তায় রাস্তায় ঘুরছিল। আমাদের কাছেও কিছুদিন ছিল। অশান্তির মধ্য়েই বাড়িতে থাকতে না পেরে ওর স্ত্রী ছেলেকে নিয়ে বাপের বাড়ি চলে যায়। এরমধ্যে চারদিন ওকে আমরা দেখতে পাইনি। কেউ কেউ বলতে থাকে ও রেলে কাটা পড়েছে। তারপরও আমাদের সন্দেহ যায়নি। তারপরই আমরা থানায় যাই। এদিকে দেখি ওর দাদারা একটা পুরনো পায়খানার চেম্বারে নতুন করে প্লাস্টার করছে। যা দেখে আমাদের সন্দেহ আরও বাড়ে। আজ সকালে চেম্বার ফাটিয়ে আমরা ওর লাশটা বের করি।” ইতিমধ্যেই কুতুবউদ্দিনের দুই দাদার নামে থানায় অভিযোগ দায়ের করেছেন তাঁর স্ত্রী। তাঁদের একজনের নাম আসলাম খান, অন্যজন আজিজুল খান। দুজনেরই খোঁজ পাওয়া যাচ্ছে না বলে খবর।