Death: রাস্তার ধারে পড়ে থাকা টিনেই মারণ ফাঁদ , প্রাণই কেড়ে নিল ১৫ বছরের কিশোরের
Howrah Shibpur: রাজকুমারকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাওড়া জেলা হাসপাতালে। তবে ততক্ষণে সব শেষ। চিকিৎসকরা জানান, ওই তার মৃত্যু হয়েছে।
হাওড়া: গঙ্গা থেকে স্নান করে ফিরছিল ১৫ বছরের কিশোর। মাঝপথেই নির্মম পরিণতি। তড়িদাহত হয়ে মৃত্যু হল শিবপুরের রাজকুমার রামের। শিবপুর কয়লা ডিপো এলাকায় বৃহস্পতিবার ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে খবর, এদিন সকালে গঙ্গায় স্নান করতে গিয়েছিল রাজকুমার। বাড়ি থেকে গঙ্গা কিছুটা দূরেই। সকাল ১১টা নাগাদ স্নান সেরে বাড়ি ফেরার পথে ঘটে অঘটন। গঙ্গা থেকে রাজকুমারের বাড়ি ফেরার পথে একটি খাটাল পড়ে। সেই খাটালের সামনে বড় একটা টিনের টুকরো পড়ে থাকতে দেখে সে।
ভেবেছিল সেটি তুলে নিয়ে বাড়ি গেলে নানা কাজে ব্যবহার করা যাবে। সেইমতো সেটিকে ছোট্ট হাতে তুলে নেয় রাজকুমার। স্থানীয়দের দাবি, যেহেতু টিনটা যথেষ্টই ভারী ছিল, তাই সেটি মাথায় তুলে নেয় ওই কিশোর। কয়েক পা এগোতেই খাটালের ধারে একটি বৈদ্যুতির তার ঝুলছিল। সেই তার রাজকুমারের মাথায় থাকা টিনের সংস্পর্শে আসতেই বিদ্যুৎ খেলে যায়। টিনের গায়ে আটকে পড়ে তার।
তড়িদাহত হয়ে মাটিতে ছিটকে পড়ে যায় ওই কিশোর। এরপরই ছুটে আসেন এলাকার লোকজন। বাঁশ দিয়ে কোনওভাবে সরিয়ে দেওয়া হয় বিদ্যুতের তার। খবর পেয়ে পুলিশও হাজির হয় এলাকায়। রাজকুমারকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাওড়া জেলা হাসপাতালে। তবে ততক্ষণে সব শেষ। চিকিৎসকরা জানান, ওই তার মৃত্যু হয়েছে। সকলে হতবাক। মাথায় বয়ে নিয়ে যাওয়া টিন থেকেও যে এমন বিপদ ঘটে যেতে পারে, বিশ্বাসই করতে পারছেন না এলাকার লোকজন। শিবপুর থানার পুলিশের তরফে ইতিমধ্যেই অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ রুজু করে তদন্ত শুরু হয়েছে।