Howrah Fraud Case: অনলাইনে ৫৯৯ টাকার পোশাক কিনে গচ্ছা গেল ৭২ হাজার
Howrah Fraud Case: হাওড়ার লিলুয়ার চকপাড়ার বাসিন্দা পম্পা কর্মকার। ৫৯৯ টাকা দিয়ে তিনটি সালোয়ার অর্ডার দেন তিনি।
হাওড়া: ফেসবুক থেকে অনেকেই কেনাকাটা করেন। কিন্তু সাবধান হোন এবার। প্রতারণার ফাঁদে পড়ে সর্বশান্ত হলেন গৃহবধূ। এই ঘটনার তদন্ত শুরু করেছে হাওড়া সিটি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ।
কী ঘটেছে?
হাওড়ার লিলুয়ার চকপাড়ার বাসিন্দা পম্পা কর্মকার। ৫৯৯ টাকা দিয়ে তিনটি সালোয়ার অর্ডার দেন তিনি। ফেসবুক থেকেই সেই অর্ডার করেছিলেন। সময় মতো ডেলিভারি বয় তাঁর হাতে প্যাকেটটি তুলেও দেন। কিন্তু প্যাকেট খুলতেই তিনটি ছোট পুরনো ফ্রক বেরিয়ে আসে। সঙ্গে-সঙ্গে তিনি ডেলিভারি বয়কে ফোন করেন। ওই ডেলিভারি বয় তাঁকে একটি ফোন নম্বর দেন।
কিন্তু ফোন নম্বরটি কাজ না করায় ই-কার্ট ডেলিভারি থেকে একটি ফোন নম্বর সংগ্রহ করেন। সেই ফোন নম্বরে কল করলে ফোনের অপর পাশ থেকে এক ব্যক্তি তাঁকে একটি অ্যাপ ডাউনলোড করতে বলেন। সেই কথামতো গৃহবধূ ফোনের অ্যাপটি ডাউনলোডও করেন।
অভিযোগ, কথার জালে জড়িয়ে ওই মহিলার অ্যাকাউন্ট থেকে দু দফায় মোট ৭২ হাজার টাকা তুলে নেওয়া হয়। গৃহবধূ বুঝতে পারেন প্রতারণার শিকার হয়েছেন তিনি। এরপর পুলিশে জানানোর কথা বললে তাঁকে গালিগালাজও করা হয় বলে অভিযোগ। সর্বশান্ত মহিলা লিলুয়া থানায় অভিযোগ জানানোর পাশাপাশি হাওড়া সিটি পুলিশের সাইবার ক্রাইম সেলে অভিযোগ জানান। পুলিশ গোটা ঘটনা তদন্ত শুরু করলেও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি।