Mangalahat fire: ১৭ দিন পর পোড়া মঙ্গলাহাটে আবার পসরা সাজিয়ে ব্যবসায়ীরা
Howrah: গত ২০ জুলাই মধ্যরাতে ভয়াবহ আগুন লাগে কয়েক দশকের পুরনো এই হাটে। পুড়ে খাক হয়ে যায় আড়াই হাজারের বেশি দোকান। ১৭ দিন পর নতুন করে দিশার আলো দেখছেন ব্যবসায়ীরা।
গত ২০ জুলাই মধ্যরাতে ভয়াবহ আগুন লাগে কয়েক দশকের পুরনো এই হাটে। পুড়ে খাক হয়ে যায় আড়াই হাজারের বেশি দোকান। ১৭ দিন পর নতুন করে দিশার আলো দেখছেন ব্যবসায়ীরা। যেখানে আগুন লেগেছিল, সবটা পরিষ্কার করে আবারও পসার সাজাতে সময় লেগেছে ঠিকই। তবে পুজোর আগে ব্যবসা শুরু করতে পেরে খুশি তাঁরা। তবে সবাই এখনই বসতে পারেননি। ৭৫ শতাংশের মতো দোকান এদিন খোলা হয়। তবে ব্যবসা পুরোপুরি জমে উঠতে সময় লাগবে বলেই মত তাঁদের।
মঙ্গলাহাটে অগ্নিকাণ্ডের ঘটনায় সিআইডির হাতে তদন্তভার দিয়েছে রাজ্য। অন্যদিকে ফরেন্সিক দলও দফায় দফায় দিয়ে নমুনা সংগ্রহ করেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনাস্থলে গিয়েছিলেন ২১ জুলাই। প্রস্তাব দিয়েছিলেন, চাইলে ব্যবসায়ীরা সরকারি প্রকল্পে ঋণ নিয়ে ব্যবসা শুরু করতে পারেন। তবে তাতে সম্মতি দেননি তাঁরা। এদিন নিজেদের মতো করেই সামর্থ্য অনুযায়ী দোকান পেতেছেন।