WB Panchayat Polls 2023: লড়াই জারি, এবার কাস্তে-হাতুড়ির চিহ্নে শাসকের বিরুদ্ধে লড়বেন আনিসের দাদা
WB Panchayat Polls 2023: সামসুদ্দিনের অভিযোগ, মনোনয়ন জমা দেওয়ার পরে থেকেই তাঁকে হুমকি দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই তিনি এলাকায় প্রচার শুরু করে দিয়েছেন বলে খবর। রবিবার দেখা যায়, ছেলের সমর্থনে দেওয়ালে কাস্তে হাতুড়ি তারা আঁকছেন আনিস-সামসুদ্দিনের বাবা সেলিম।
হাওড়া: আলিয়া বিশ্ববিদ্যালয়ের নিহত ছাত্র নেতা আনিস খানের দাদা সামসুদ্দিন খানকে পঞ্চায়েতে প্রার্থী করেছে সিপিএম। গত বছর আনিসের বাড়িতে হানা দেয় আমতা থানার পুলিশ। তাঁকে বাড়ির ছাদ থেকে ফেলে খুনের অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। সিপিএম সূত্রের খবর, কুশবেড়িয়া পঞ্চায়েত সমিতিতে প্রার্থী করা হয়েছে সামসুদ্দিনকে। আমতা-২ নম্বর ব্লকের বিডিও অফিসে মনোনয়ন জমাও দিয়েছেন সামসুদ্দিন। তবে সামসুদ্দিনের অভিযোগ, মনোনয়ন জমা দেওয়ার পরে থেকেই তাঁকে হুমকি দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই তিনি এলাকায় প্রচার শুরু করে দিয়েছেন বলে খবর। রবিবার দেখা যায়, ছেলের সমর্থনে দেওয়ালে কাস্তে হাতুড়ি তারা আঁকছেন বাম ঘনিষ্ঠ আনিস-সামসুদ্দিনের বাবা সেলিম।
গত বছরই বাংলার রাজনীতিতে আনিস খানের রহস্য মৃত্যু বড় ফ্যাক্টর হিসাবে কাজ করছিল। বাড়ির ছাদ থেকে পড়ে অস্বাভাবিকভাবে মৃত্যু হয় আনিস খানের। সেই রাতে তাঁর সঙ্গে বাড়িতে দেখা করতে এসেছিলেন কয়েকজন পুলিশ কর্মী। তাঁর রহস্যমৃত্যুতে পুলিশেরই হাত রয়েছে বলে প্রথম থেকে অভিযোগ করে আসছিল আনিসের পরিবার। ঘটনার পর সিপিএম নেতা মহম্মদ সেলিম-সহ একাধিক বার সিপিএম নেতৃত্বকে আনিসের বাড়ি যেতে দেখা যায়। ঘটনার পর আনিসের বাড়িতে এসেছিলেন জেএনইউ-এর ছাত্রমেতা উমর খালিদের বাবাও।
একটা মৃত্যু, রাতারাতি হাওড়ার আমতার একটি প্রত্যন্ত অখ্যাত গ্রামকে খবরের শিরোনামে এনেছে। ইতিমধ্যেই এই মামলার চার্জশিট জমা পড়েছে। তাতে নাম রয়েছে পাঁচ পুলিশ কর্মীর। নাম রয়েছে আমতা থানার তৎকালীন ওসি দেবব্রত চক্রবর্তীরও।
রাজ্য পুলিশ তথা সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছে আনিসের পরিবার তথা বিরোধীরা। এবারে আগে থেকে এবিষয়ে আঁচ করা না গেলেও, পঞ্চায়েত নির্বাচনে সিপিএমের প্রার্থী তালিকায় আনিসের দাদার নাম খুব একটা অবিশ্বাস্য নয়। এর আগেও সিপিএমের মঞ্চে দেখা গিয়েছে আনিসের বাবাকে। কৃষক সভা কিংবা ক্ষেতমজুর সংগঠনের কর্মসূচিতেও আনিসের দাদার উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে।
বাংলার রাজনীতিতে অবশ্য এর আগেও নিপীড়িতদের পরিজনদের প্রার্থী হতে দেখা গিয়েছে। সে নন্দীগ্রামে ‘শহিদের’ মা ফিরোজি বিবিই হোন, কিংবা রিজওয়ানুর রহমানের দাদা রুকবানুর। নদিয়ার কৃষ্ণগঞ্জে খুন হয়ে যাওয়ার বিধায়ক সত্যজিৎ বিশ্বাসের স্ত্রী রূপালি। এই ঘটনাও তার ব্যতিক্রম নয়। আনিসের দাদা তাঁর প্রতিপক্ষের বিরুদ্ধে কীভাবে লড়ছেন, সেটাই দেখার। কিন্তু ইতিমধ্যেই শাসকদলের নেতারা যে তাঁদের হুমকি দিচ্ছেন, তা অভিযোগ তুলেছে পরিবার।