Road Accident: নির্মীয়মাণ ফ্লাইওভার থেকে সোজা রেললাইনে পড়ে মৃত্যু ২ বাইক আরোহীর

Garumara Road Accident: ঘটনাটি ঘটেছে গরুমারা জঙ্গল সংলগ্ন লাটাগুড়ি থেকে চালসা পর্যন্ত একটি ফ্লাইওভার তৈরি হচ্ছে। নো-এন্ট্রি বোর্ড না থাকার কারণে একটি বাইক ওই ফ্লাইওভারে উঠে পড়ে।

Road Accident: নির্মীয়মাণ ফ্লাইওভার থেকে সোজা রেললাইনে পড়ে মৃত্যু ২ বাইক আরোহীর
উপর থেকে নীচে এই ভাবেই পড়ে গিয়েছিলেনImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Aug 22, 2023 | 2:24 PM

লাটাগুড়ি: গরুমারা জাতীয় উদ্যানের বুক চিড়ে চলে গিয়েছে রেললাইন। আর তার উপর থেকে তৈরি হচ্ছে ফ্যাইওভার। নির্মীয়মাণ সেই ফ্লাইওভারে ভুলবসত উঠে পড়তেই ঘটল বিপদ। উপর থেকে বাইক নিয়ে রেললাইনে পড়ে মৃত্যু দু’জনের। আহত এক।

ঘটনাটি ঘটেছে গরুমারা জঙ্গল সংলগ্ন লাটাগুড়ি থেকে চালসা পর্যন্ত একটি ফ্লাইওভার তৈরি হচ্ছে। নো-এন্ট্রি বোর্ড না থাকার কারণে একটি বাইক ওই ফ্লাইওভারে উঠে পড়ে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাইকটিতে চালক ছাড়াও ছিলেন দু’জন আরোহী। দ্রুত গতিতে বাইক নিয়ে নির্মীয়মাণ ফ্লাইওভারে উঠতেই হল বিপদ। উপরে থেকে নীচের রেললাইনে গিয়ে পড়লেন তাঁরা।

খবর পেয়ে দ্রুত পৌঁছন এলাকাবাসী। ঘটনাস্থলেই তিন জনের মধ্যে দু’জনের মৃত্যু হয়। আহত অবস্থায় একজনকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় চালসার মঙ্গলবাড়ি স্বাস্থ্য কেন্দ্রে। মৃত দেহ দুটিকে উদ্ধার করা হয়েছে পুলিশের তরফে। আহত ব্যক্তি আশঙ্কাজনক অবস্থায় জলপাইগুড়িতে স্থানান্তরিত করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, মৃত ও আহত ব্যক্তিরা জলপাইগুড়ির পাহাড়পুরের বাসিন্দা। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ।