Watch Video: মহিলা কর্মী-সমর্থকদের সঙ্গে নাচলেন ধূপগুড়ির TMC প্রার্থী, কটাক্ষ বিজেপির

TMC Candidate Dance: সোমবার ধূপগুড়ির কালিরহাট এলাকায় ভোটের প্রচারে গিয়েছিলেন তৃণমূল প্রার্থী। প্রচারে তৃণমূল কর্মী-সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। শাসক দলের প্রার্থীকে নিয়ে উচ্ছ্বাসে মেতে ওঠেন তাঁরা। শুরু হয় নাচানাচি। আর তাতে সামিল তৃণমূল প্রার্থী নিজেও।

Follow Us:
| Edited By: | Updated on: Aug 22, 2023 | 10:45 AM

ধূপগুড়ি: সামনেই বিধানসভা উপনির্বাচন রয়েছে ধূপগুড়িতে। তার আগে জোরকদমে প্রচার চালাচ্ছে শাসক-বিরোধী সব পক্ষ। আর এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তৃণমূল প্রার্থী নির্মলচন্দ্র রায়ের নাচের দৃশ্য। সোমবার ধূপগুড়ির কালিরহাট এলাকায় ভোটের প্রচারে গিয়েছিলেন তিনি। প্রচারে তৃণমূল কর্মী-সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। শাসক দলের প্রার্থীকে নিয়ে উচ্ছ্বাসে মেতে ওঠেন তাঁরা। শুরু হয় নাচানাচি। আর তাতে সামিল তৃণমূল প্রার্থী নিজেও। দলের মহিলা কর্মী-সমর্থকদের সঙ্গে কোমর দুলিয়ে নাচলেন ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচনের তৃণমূল প্রার্থী নির্মলবাবু। সেই দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই তুমুল সমালোচনা শুরু করেছে বিরোধী দলগুলি।

স্থানীয় বিজেপি নেতৃত্ব বিষয়টি নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূলকে। পদ্ম শিবিরের ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের আহ্বাক চন্দন দত্ত বলছেন, “এটা নতুন কিছু নয়। এটা তো স্বাভাবিক ঘটনা। কিছুদিন আগেও বৃহন্নলাদের নিয়ে এসে, তাঁদের অসম্মান করে নাচানো হয়েছে তৃণমূলের এক কর্মসূচিতে। আর এখন তৃণমূলের প্রার্থী নাচছেন। এখন তিনি নাচছেন, আগামী দিনে ধূপগুড়িবাসীকে নাচানোর চেষ্টা করছেন। এটাই তৃণমূলের কালচার।”

যদিও ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচনের তৃণমূল প্রার্থী নির্মলচন্দ্র রায় বলছেন, পুরোটাই দলের কর্মী-সমর্থকদের উচ্ছ্বাস। তাঁর বক্তব্য, ‘ওরা এতটা উৎসাহিত হয়ে গিয়েছে, যেন জয় হয়েই গিয়েছে। তারই একটা আভাস।’

উল্লেখ্য,  এই ধূপগুড়ি বিধানসভা কেন্দ্র একুশের বিধানসভা নির্বাচনের সময় গিয়েছিল বিজেপির দখলে। বিজেপির টিকিটে ধূপগুড়ি থেকে বিধায়ক হন বিষ্ণুপদ রায়। সম্প্রতি শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে তাঁর। তারপর থেকেই একপ্রকার অভিভাবকহীন হয়ে পড়ে রয়েছে ধূপগুড়ি বিধানসভা কেন্দ্র। আগামী ৫ সেপ্টেম্বর সেখানে উপনির্বাচন রয়েছে। ধূপগুড়ি বিধানসভা কেন্দ্র বিজেপির হাত থেকে ছিনিয়ে সবুজ আবির ওড়াতে মরিয়া তৃণমূল। আর তারই মধ্যে প্রচারে বেরিয়ে তৃণমূল প্রার্থীর এই নাচকে ইস্যু করতে শুরু করে দিয়েছে জেলার বিজেপি নেতৃত্ব।