Weather: প্রবল বৃষ্টিতে জল বাড়ছে জলঢাকা, লিশ-ঘিসে, মোষ আনতে গিয়ে তলিয়ে মৃত ১
Jalpaiguri : তুমুল বৃষ্টির জেরে ডুয়ার্সের জলঢাকা, লিশ, ঘিস, ডায়না, কুমলাইয়ের মতো একাধিক নদী ফুলে ফেঁপে উঠেছে। বাড়তে শুরু করেছে জলস্তর। বিপদসীমাও ছুঁয়ে ফেলছে কোনও কোনও নদী।
ধূপগুড়ি: উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। ভুটান পাহাড়ে ভারী বৃষ্টির জেরে ক্রমেই বিপদ বাড়ছে। এরইমধ্যে ডুয়ার্স জুড়ে শুরু হয়েছে প্রবল বৃষ্টি। বুধবারই মোষ আনতে গিয়ে জলঢাকা নদীতে তলিয়ে যান দুই যুবক। বৃহস্পতিবার তাঁদেরই একজনের মৃতদেহ উদ্ধার হয়েছে। দ্বিতীয়জনের এখনও কোনও সন্ধান পাওয়া যায়নি। জলপাইগুড়ির ধূপগুড়ির (Dhupguri) কুর্শামারি এলাকায় জলঢাকা নদীর চরে গবাদি পশু চড়াতে যান স্থানীয়রা। ওই দুই যুবকও যাচ্ছিলেন। পরিবার সূত্রে খবর, নদী পার করে মোষ আনতে নদীর অপর প্রান্তে ময়নাগুড়ি ব্লকের বক্সিরডাঙা এলাকায় যাচ্ছিলেন।
মাঝপথে জলঢাকা নদীর জলের তোড়ে ভেসে যান মজিবুল রহমান ও তুলেন রায় নামে দুই যুবক। বৃহস্পতিবার দুপুরে আমগুড়ি গ্রামপঞ্চায়েতের বেদগারা এলাকায় নদী থেকেই দেহটি উদ্ধার হয়। ধূপগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহটি উদ্ধার করে ধূপগুড়ি হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে ময়না তদন্তের জন্য জলপাইগুড়ি জেলা হাসপাতালে দেহ পাঠানো হয়েছে। অন্যজনের খোঁজে সিভিল ডিফেন্সের কর্মীরা বোট নিয়ে তল্লাশি শুরু করেছে।
তুমুল বৃষ্টির জেরে ডুয়ার্সের জলঢাকা, লিশ, ঘিস, ডায়না, কুমলাইয়ের মতো একাধিক নদী ফুলে ফেঁপে উঠেছে। বাড়তে শুরু করেছে জলস্তর। বিপদসীমাও ছুঁয়ে ফেলছে কোনও কোনও নদী। ফলে সাধারণ মানুষের জীবনের ঝুঁকি ক্রমাগত বেড়ে চলেছে। আবহাওয়া দফতর যে পূর্বাভাস শুনিয়েছে তাতে শুক্রবারও বৃষ্টি হবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গেও একাধিক জেলায় বৃষ্টি হতে পারে।