Jhargram: চুরি করতে এসেছিল মুরগি, বেঘোরে প্রাণ গেল চোরের
Jhargram: সূত্রের খবর, রাতের অন্ধকারে চুপিচুপি উপেন মাহাতোর পোল্ট্রিতে ঢোকে নকু মল্লিক নামের ওই ব্যক্তি।কিন্তু, তা নজরে পড়ে যায় ফার্ম মালিকের। হাতেনাতে ধরে ফেলেন চোরকে।
ঝাড়গ্রাম: চারদিকে তখন ঘুটঘুটে অন্ধকার। রাতের অন্ধকারেই গা ঢাকি দিয়ে পোল্ট্রি ফার্মে ঢুকে ছিল এক ব্যক্তি। উদ্দেশ্য মুরগি চুরি। কিন্তু, কে জানত আর ফেরা হবে না বাড়ি। মুরগি চুরি করতে গিয়ে ধরা পড়ে গেল হাতেনাতে। চলল বেধড়ক মারধর। যতক্ষণে খবর গেল পুলিশে (Police) ততক্ষণে সব শেষ। মৃত্যুর কোলে ঢোলে পড়েছেন নকু মল্লিক নামে ওই ব্যক্তি। শুক্রবার রাতে চাঞ্চল্যকর এ ঘটনা ঘটেছে ঝাড়গ্রাম (Jhargram) থানার অন্তর্গত ডালকাঠি গ্রামে।
সূত্রের খবর, রাতের অন্ধকারে চুপিচুপি উপেন মাহাতোর পোল্ট্রিতে ঢোকে নকু মল্লিক নামের ওই ব্যক্তি। পাশেই বাড়িতে তখন ঘুমের তোড়জোড় করছেন উপেন মাহাতো। খুটখাট আওয়াজ পেয়ে দৌড়ে আসেন পোল্ট্রি ফার্মে। দেখেন মুরগি চুরির চেষ্টা করছেন নকু। দেখা মাত্রই তাঁকে ধরে ফেলেন ফার্মের মালিক। তাঁর চিৎকার শুনে ছুটে আসেন প্রতিবেশীরা। নকুকে বেঁধে ফেলা হয় ইলেকট্রিক পোস্টে। চলে বেধড়ক মার। তাতেই অজ্ঞান হয়ে যায় নকু। খবর যায় পুলিশে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ঝাড়গ্রাম থানার পুলিশ। কিন্তু, ততক্ষণে সব শেষ। মারের চোটে মৃত্যু হয় নকুর।
ইতিমধ্যেই মৃতদেহ উদ্ধার করে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালের মর্গে নকুর দেহ এনেছে পুলিশ। সেখানেই চলছে ময়নাতদন্ত। অন্যদিকে এ ঘটনায় আটক করা হয়েছে ফার্মের মালিককে। চলছে জিজ্ঞাসাবাদ। ঘটনায় ফার্মের মালিক উপেন মাহাতো বলছেন, “আমার ফার্মে মুরগি চুরি করতে ঢুকেছিল ও। দেখতে পেয়ে ইলেকট্রিক পোলে বেঁধে ফেলি। কিন্তু, ও পালাতে যাচ্ছিল। তখন আমি ওর পায়ে মারি তখন। গ্রামের অন্যান্য লোকেরাও এসেছিল। তাঁরাও মারধর করেছিল। কিন্তু, কী করে ও মারা গেল সেটা বুঝতে পারছি না।”