Jhargram: তৃণমূলের অঞ্চল সভাপতিকে ‘ধাক্কা’, উত্তেজনা ঝাড়গ্রামে
Jhargram: ওই এলাকায় একাধিক মহিলা প্রতিরোধ করেন ও অঞ্চল সভাপতিকে ঘিরে রাখেন। ওই কুড়মিদের ঝান্ডা খুলে দেওয়ার অভিযোগ উঠে। গ্রাম থেকে গ্রামবাসীরা ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেয় ওই তৃণমূল নেতা-সহ আরও বেশ কয়েকজনকে।
ঝাড়গ্রাম: ঝাড়গ্রামের রাধানগর অঞ্চলে তৃণমূলের অঞ্চল সভাপতি কুড়মিদের ঝান্ডা খুলতে গেলে গ্রামবাসীরা আটকে বিক্ষোভ দেখান বলে অভিযোগ। এমনকি ধাক্কাধাক্কি দেওয়া হয় তৃণমূল অঞ্চল সভাপতিকে। কুড়মি অধ্যুষিত জঙ্গলমহলের ঝাড়গ্রাম জেলার রাধানগর অঞ্চলের একটি গ্রাম দোরখুলি। তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি বিদ্যুৎ ঘোষ ওই গ্রামে গিয়ে প্রথমে দাদাগিরি পরে কুড়মিদের ঝান্ডা খুলে দেওয়ার দাবিতে এলাকায় উত্তেজনা।
ওই এলাকায় একাধিক মহিলা প্রতিরোধ করেন ও অঞ্চল সভাপতিকে ঘিরে রাখেন। ওই কুড়মিদের ঝান্ডা খুলে দেওয়ার অভিযোগ উঠে। গ্রাম থেকে গ্রামবাসীরা ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেয় ওই তৃণমূল নেতা-সহ আরও বেশ কয়েকজনকে। মূলত বলা যেতে পারে কুড়মি লোকজনের সঙ্গে তৃণমূলের নেতা-সহ বেশ কয়েক জনের সঙ্গে ধস্তাধস্তি বেধে যায়।
কুড়মি লোকজন তারা ওই তৃণমূল নেতা-সহ অঞ্চল সভাপতিকে আটক করে বিক্ষোভ দেখান। গ্রামবাসীরা প্রতিরোধ করে। পরে ঘটনাস্থলে পুলিশ বাহিনী গিয়ে আটক থাকা অঞ্চল সভাপতিকে উদ্ধার করে নিয়ে যায়। কুড়মিরা জানান, গোটা জঙ্গলমহল জুড়ে এর প্রতিবাদ করা হবে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এলাকায় পুলিশ মোতায়ন করা হয়েছে।
এপ্রসঙ্গে মন্ত্রী বীরবাহা হাঁসদা বলেন, “আমি পুরো ঘটনাটা এখনও জানি না। খোঁজ নিচ্ছি। আমি সবসময়েই বলি অশান্তি না ছড়াতে। অশান্তি না করতে। তারপরেও এমন কোনও ঘটনা ঘটে থাকলে, অবশ্য দল পদক্ষেপ করবে।”