Kurmi Protest: অভিষেকের কনভয়ে হামলায় জামিন পেলেন ১১ কুড়মি নেতা, জেল থেকে বেরতে পারলেন একজনই
Kurmi Protest: বস্তুত, গত ২৬ মে ঝাড়গ্রামে 'নব জোয়ার' কর্মসূচিতে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা। গড় শালবনীর কাছে যেতেই তাঁদের গাড়িতে কয়েকজন কুড়মি আন্দোলনকারী হামলা চালায় বলে অভিযোগ ওঠে।
ঝাড়গ্রাম: জামিন পেলেন ১১ জন কুড়মি আন্দোলনকারী। তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) কনভয়ে হামলার অভিযোগে গ্রেফতার হয়েছিলেন ওই কুড়মি নেতারা (Kurmi Protest)। সোমবার তাঁদের জামিন দিল ঝাড়গ্রাম আদালত (jhargram Court)।
বস্তুত, গত ২৬ মে ঝাড়গ্রামে ‘নব জোয়ার’ কর্মসূচিতে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা। গড় শালবনীর কাছে যেতেই তাঁদের গাড়িতে কয়েকজন কুড়মি আন্দোলনকারী হামলা চালায় বলে অভিযোগ ওঠে। ঘটনার তদন্তভার হাতে যায় সিআইডি-র কাছে। বিভিন্ন জায়গা থেকে গ্রেফতার হন কুড়মি আন্দোলনকারীদের অনেকে।
আজ তাঁদের মধ্যে থেকে ১১ জনকে জামিন দেয় আদালত। তবে, অন্য়ান্য আরও চার থেকে পাঁচটি কেস থাকার কারণে আপাতত বের হতে পারছেন না রাজেশ মাহাতো সহ দশজন। শুধু মাত্র অনুপ মাহাতো নামে এক নেতা তারই জামিন হয়েছে। কারণ তাঁর বিরুদ্ধে মাত্র একটি মামলাই রুজু করেছিল পুলিশ। ফলে আদালত জামিন দিলেও অন্যান্য কেস থাকার কারণে আখেড়ে লাভ হল না কিছুই।