Panchayat Election 2023: ঝাড়গ্রামে আক্রান্ত তৃণমূল, অভিযোগ কুড়মি সমাজ সমর্থিত নির্দল প্রার্থীর বিরুদ্ধে
Jhargram: ঘটনার সূত্রপাত হয়েছিল গতকালই। ভোটের আগে শেষ রবিবাসরীয় প্রচারে ওই গ্রামে গিয়েছিলেন তৃণমূলের কর্মী ও সমর্থকরা। অভিযোগ, সেই সময় তৃণমূলের পতাকা বাঁধাকে কেন্দ্র করে কুড়মি সমর্থিত নির্দল প্রার্থী ও তাঁর দলবলের সঙ্গে শাসক দলের কর্মীদের বচসা শুরু হয়।
ঝাড়গ্রাম: তৃণমূল কর্মীদের উপর হামলার অভিযোগ কুড়মি সমাজ সমর্থিত নির্দল প্রার্থীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রামের শালবনিতে। সেখানে লাউড়িয়াদাম গ্রামে তৃণমূল নেতা নরসিংহ মাহাত ও অপর এক তৃণমূল কর্মী অজিত মাহাতর উপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ। অভিযোগের তির নির্দল প্রার্থী যামিনী মাহাতর দিকে। ওই প্রার্থীকে ভোটে কুড়মি সমাজের তরফে সমর্থন দেওয়া হয়েছে। আর এই নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতর। এদিকে ওই হামলার ঘটনায় দুই তৃণমূল কর্মী গুরুতর জখম হয়েছেন বলে অভিযোগ। বর্তমানে তাঁরা ভর্তি রয়েছেন ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে।
ঘটনার সূত্রপাত হয়েছিল গতকালই। ভোটের আগে শেষ রবিবাসরীয় প্রচারে ওই গ্রামে গিয়েছিলেন তৃণমূলের কর্মী ও সমর্থকরা। অভিযোগ, সেই সময় তৃণমূলের পতাকা বাঁধাকে কেন্দ্র করে কুড়মি সমর্থিত নির্দল প্রার্থী ও তাঁর দলবলের সঙ্গে শাসক দলের কর্মীদের বচসা শুরু হয়। সেই তর্কাতর্কি গতকালের মতো মিটে গেলেও মঙ্গলবার নতুন করে তপ্ত হয় পরিস্থিতি। শাসক দলের অভিযোগ, পরের দিন ভোটের প্রচার শেষে ফেরার সময় ওই দুই তৃণমূল কর্মীর উপর হামলা হয়। অভিযোগের তির মূলত নির্দল প্রার্থী যামিনী মাহাত এবং তাঁর দুই সঙ্গী মৃত্যুঞ্জয় মাহাত ও শম্ভু মাহাতর বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। আসরে নেমেছে পুলিশও। গোটা ঘটনা খতিয়ে দেখছেন ঝাড়গ্রাম থানার পুলিশকর্মীরা।
যদিও এই হামলার ঘটনার সঙ্গে সংগঠনের কোনও যোগ নেই বলেই দাবি করছেন কুড়মি সমাজের নেতারা। বিষয়টি পুরোপুরি সাজানো একটি ঘটনা বলেই দাবি তাঁদের। কুড়মি নেতা পবন মাহাতর দাবি, এই ঘটনার সঙ্গে কুড়মি সম্প্রদায় একেবারেই যুক্ত নয়। উল্লেখ্য, কুড়মি সমাজ কোনও রাজনৈতিক সংগঠন নয়, এরা একটি সামাজিক সংগঠন। তবে পঞ্চায়েত ভোটের আসরে তৃণমূলের বিরুদ্ধে বেশ কিছু নির্দল প্রার্থীকে বাইরে থেকে সমর্থন দিচ্ছেন তাঁরা।