Panchayat Election 2023: ‘আমি কিষেনজিকে সোজা করেছি’, ঝাড়গ্রামের সভা থেকে হঠাৎ এ কথা বললেন কেন শুভেন্দু

Suvendu Adhikari: ঝাড়গ্রামের খড়িকাচকে এক মিছিল করেন শুভেন্দু। সঙ্গে হাঁটেন এলাকার সব বিজেপি নেতা-কর্মী-সমর্থকরা। পদ্ম প্রতীক, গেরুয়া পতাকা, গেরুয়া বেলুনে ঢেকে গিয়েছিল খড়িয়াচকের রাস্তা। আর সেই সময়েই মিছিল চলাকালীন রাস্তার ধারে একটি বাড়ি থেকে শুভেন্দুদের বিরুদ্ধে পাল্টা স্লোগান দেওয়া হয়।

Panchayat Election 2023: 'আমি কিষেনজিকে সোজা করেছি', ঝাড়গ্রামের সভা থেকে হঠাৎ এ কথা বললেন কেন শুভেন্দু
কিষেনজি নিয়ে কী বললেন শুভেন্দু?Image Credit source: টিভি নাইন বাংলা
Follow Us:
| Edited By: | Updated on: Jun 29, 2023 | 5:06 PM

ঝাড়গ্রাম: পঞ্চায়েতের ময়দানে (Panchayat Election 2023) দলীয় প্রার্থীদের হয়ে প্রচারে নেমেছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। ছোট ছোট সভা করছেন। মিছিল করছেন। আজ ঝাড়গ্রামে পঞ্চায়েতের প্রচার গিয়েছিলেন শুভেন্দু। বৃহস্পতিবার ঝাড়গ্রামের খড়িকাচকে নির্বাচনী পথসভা থেকে শুভেন্দু ঝাড়গ্রামের অতীত অভিজ্ঞতা স্মরণ করিয়ে দিলেন। একইসঙ্গে শাসক দলকে মনে করিয়ে দিলেন, তিনি কিষেনজির মতো মাওবাদী নেতাকেও শায়েস্তা করেছেন। কিন্তু কেন হঠাৎ কিষেনজির প্রসঙ্গ উঠল?

আজ পঞ্চায়েতের প্রচারে নেমে ঝাড়গ্রামের খড়িকাচকে এক মিছিল করেন শুভেন্দু। সঙ্গে হাঁটেন এলাকার সব বিজেপি নেতা-কর্মী-সমর্থকরা। পদ্ম প্রতীক, গেরুয়া পতাকা, গেরুয়া বেলুনে ঢেকে গিয়েছিল খড়িয়াচকের রাস্তা। আর সেই সময়েই মিছিল চলাকালীন রাস্তার ধারে একটি বাড়ি থেকে শুভেন্দুদের বিরুদ্ধে পাল্টা স্লোগান দেওয়া হয়। তৃণমূলের কিছু কর্মী-সমর্থকরা সেই স্লোগান দিচ্ছিলেন বলে দাবি পদ্ম শিবিরের। আর এই নিয়েই সভা শেষে ঘাসফুল শিবিরের উদ্দেশে কার্যত হুঙ্কার দিয়ে রাখলেন বিধানসভার বিরোধী দলনেতা।

বিরোধী দলনেতা বললেন, ‘আমি শুভেন্দু অধিকারী। কিষেনজিকে সোজা করা লোক। তুই তো ছ্যাদা।’ শুধু তাই নয়, বেলপাহাড়ি-লালগড়ের আরও অনেক লোকজনকেই তিনি ‘সোজা করেছেন’ বলে হুঁশিয়ারি শুভেন্দুর। বুঝিয়ে দিলেন, তাঁর বিরুদ্ধে এসব করে কোনও ফায়দা করতে পারবে না তৃণমূল।

পাশাপাশি মিথ্যা মামলার অভিযোগ নিয়ে পুলিশ প্রশাসনের উদ্দেশেও বার্তা দিয়ে রাখলেন শুভেন্দু। মনে করিয়ে দিলেন, মিথ্যা মাদক মামলা দেওয়ার জন্য এক পুলিশ অফিসারের ২ লাখ টাকা জরিমানা করেছে আদালত। ঝাড়গ্রামের সভা থেকে হুঙ্কার দিয়ে রাখলেন, জঙ্গলমহলে পুলিশিরাজ বরদাস্ত করবে না আমজনতা।