WB Panchayat Polls 2023: লালগড়ে প্রার্থীই দিতে পারল না তৃণমূল! কাঠগড়ায় তৃণমূলই

WB Panchayat Polls 2023: স্থানীয় তৃণমূল সূত্রে খবর, প্রার্থী দিতে না পারার কারণে শেষে নির্দল প্রার্থীকেই সমর্থন করছে শাসকদল। বস্তুত, গত দু'মাস ধরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় 'তৃণমূলের নবজোয়ার' কর্মসূচি শুরু করেছিলেন।

WB Panchayat Polls 2023: লালগড়ে প্রার্থীই দিতে পারল না তৃণমূল! কাঠগড়ায় তৃণমূলই
নির্দল প্রার্থী ঝর্ণা মুর্মু Image Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jun 24, 2023 | 1:29 PM

ঝাড়গ্রাম: এতদিন শোনা যাচ্ছিল এই বুথে প্রার্থী দিতে পারেনি বিরোধীরা, ওই বুথে প্রার্থী দিতে পারেনি ওই দল। তবে এবার উলটপুরাণ। তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরে ঝাড়গ্রামের লালগড়ের দহিজুড়ি অঞ্চলের ৮ নম্বর সংসদে প্রার্থী দিতে পারল না শাসকদল। যা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা।

স্থানীয় তৃণমূল সূত্রে খবর, প্রার্থী দিতে না পারার কারণে শেষে নির্দল প্রার্থীকেই সমর্থন করছে শাসকদল। বস্তুত, গত দু’মাস ধরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ‘তৃণমূলের নবজোয়ার’ কর্মসূচি শুরু করেছিলেন। জনসংযোগ ছাড়াও এই কর্মসূচির উদ্দেশ্য ছিল তৃণমূল কর্মীরা যাকে নির্বাচন করবে তাঁকেই প্রার্থী করবে শাসকদল। ঝাড়গ্রামেও তার অন্যথা হয়নি।

ফুলবেড়িয়া সংসদে শাসকদলের হয়ে প্রার্থী নির্বাচন করা হয় ঝর্ণা মুর্মুকে। তবে অভিযোগ, প্রার্থী তালিকায় নেই নির্বাচিত ওই মহিলার নাম। তার বদলে রয়েছে কামিনী হেমব্রম নামে অন্য একজন। এরপরই ক্ষেপে যান তৃণমূল কর্মী সমর্থকরা। তাঁদের নির্বাচিত প্রার্থীকে নির্দলে দাঁড় করান। অবস্থা বেগতিক দেখে জেলা তৃণমূল আবার দলীয় প্রতীকে দাঁড়ানো প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার করায়। এবং নির্দল প্রার্থী ঝর্ণাকে প্রতীক দেওয়ার কথা ঘোষণা করেন। এরপরও কিন্তু শেষরক্ষা হয়নি। যেহেতু ওই প্রার্থী নির্দল হিসাবে মনোনয়ন জমা করেন ফলে এই স্থানে এবার ভোটে লড়বে বিজেপি ও নির্দল।

তবে গোষ্ঠী কোন্দলের বিষয়ে তৃণমূলের অঞ্চল সভাপতি অস্বীকার করে বলেন, “প্রার্থী ছিল। আমরা দুজনের নাম পাঠিয়েছিলাম ব্লক সভাপতিকে। একজনকে নির্দল করে দেওয়া হয়। সেই কারণে দলীয় প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়। এর মধ্যে গোষ্ঠী দ্বন্দ্ব নেই।”

Ghorer Bioscope