Malda TMC: ‘বিজেপি নেতাদের রাস্তায় হাঁটতে দেওয়া হবে না’, হুঁশিয়ারি তৃণমূলের জেলা সভাপতির
Maldah: শাসকদলের নেতার এই মন্তব্যকে কেন্দ্র করে জোর শোরগোল জেলায়। কেন্দ্রের বিরুদ্ধে রাজ্য সরকার প্রতিনিয়তই বঞ্চনার অভিযোগ তোলে। সেই অভিযোগকে সামনে রেখে রবিবার রাজ্যের প্রতিটি ব্লকে তৃণমূল ধরনা কর্মসূচীর ডাক দেয়।
মালদহ: তৃণমূল নেতার বিরুদ্ধে বিরোধীদের হুমকি দেওয়ার অভিযোগ উঠল। রবিবার শাসকদলের ধরনামঞ্চ থেকে এই হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। মালদহ জেলা তৃণমূলের সভাপতি আব্দুর রহিম বক্সী। অভিযোগ, আব্দুর রহিমই এদিন ধরনামঞ্চ থেকে হুঁশিয়ারি দেন যে বিজেপি নেতাদের রাস্তা দিয়ে হাঁটতে দেওয়া হবে না। ব্যারিকেড করে আটকে দেবে মানুষ। বিজেপি নেতা কর্মীরা বাইরে বেরোলে তাঁদের ধরে ঘরবন্দি করে রাখবেন বঞ্চিতরা। শাসকদলের নেতার এই মন্তব্যকে কেন্দ্র করে জোর শোরগোল জেলায়। কেন্দ্রের বিরুদ্ধে রাজ্য সরকার প্রতিনিয়তই বঞ্চনার অভিযোগ তোলে। সেই অভিযোগকে সামনে রেখে রবিবার রাজ্যের প্রতিটি ব্লকে তৃণমূল ধরনা কর্মসূচীর ডাক দেয়। দুপুর ১২টা থেকে বিকাল ৪টে পর্যন্ত এই কর্মসূচী পালিত হয়।
মালদহে এই কর্মসূচীতে অংশ নিয়েই তৃণমূলের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সী বলেন, “মানুষই স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় রাস্তায় এই নেতাদের আটকে দেবে। যতদিন পর্যন্ত মানুষ ১০০ দিনের টাকা পাচ্ছে না, আবাস যোজনার টাকা পাচ্ছে না, মানুষ দেশজুড়ে নিরাপত্তা পাচ্ছে না ততদিন এই কাজই মানুষ করবে। আমার তো মনে হচ্ছে মানুষ ব্যারিকেড তৈরি করে এই নেতাদের আটকে বন্ধ করে রাখবে।”
আব্দুর রহিম বক্সীর দাবি, মানুষ খেতে পাচ্ছে না। মানুষের টাকা বন্ধ। তাই মানুষ তো প্রতিরোধ গড়ে তুলবেই। মানুষ পাড়ায় বিজেপির লোকজনকে ঢুকতে দেবে না বলেও এদিন মন্তব্য করেন তিনি। আর মানুষ এমনটা করলে সমর্থন থাকবে তাঁর, সে কথাও বুঝিয়ে দেন।
আব্দুর রহিম বক্সী বলেন, “গরিব মানুষের সঙ্গে তো আমরা থাকবই। যাঁরা কাজ পাচ্ছেন না তাঁদের সঙ্গে আছি। তাঁরা আন্দোলন করলে তা তো আমরা সমর্থন করবই।” বিধায়কের এহেন মন্তব্যের পাল্টা বিজেপি নেতা সজল ঘোষ বলেন, “এদের কথার এত গুরুত্ব দেওয়ার কিছু নেই। এর আগে তো বলল বাড়ি ঘেরাও করবে। তারপর পালিয়ে গেল। আসলে রাজা যত বলেন, সভাসদ বলেন শতগুণ। পারিষদরা একটু বেশি না বললে মানুষ তো হাততালি দেবে না।”