BSF: সীমান্তে বিএসএফের গুলিতে মৃত্যু বাংলাদেশি যুবকের

BSF: বিএসএফ সূত্রে খবর, তাঁরা গভীর রাতে দেখতে পান কয়েকজন যুবক কাঁটা তার পেরিয়ে ওপার থেকে এপারে প্রবেশ করছেন। রুটিন মাফিক তাঁদেরকে থামার জন্য সতর্ক করা হয়।

BSF: সীমান্তে বিএসএফের গুলিতে মৃত্যু বাংলাদেশি যুবকের
সীমান্তে কড়া পাহারা বিএসএফের। (ফাইল ছবি)Image Credit source: PTI
Follow Us:
| Edited By: | Updated on: Aug 23, 2023 | 10:55 AM

মালদহ: বিএসএফের গুলিতে এক বাংলাদেশির মৃত্যুর অভিযোগ উঠল। মালদহের কালিয়াচকের ঘটনা। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্থানীয় ও বিএসএফ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে কালিয়াচক থানার নওদা এলাকায় বিএসএফ-এর ৭০ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা অন্যান্য দিনের মতো সীমান্তে নজরদারি চালাচ্ছিলেন।

বিএসএফ সূত্রে খবর, তাঁরা গভীর রাতে দেখতে পান কয়েকজন যুবক কাঁটা তার পেরিয়ে ওপার থেকে এপারে প্রবেশ করছেন। রুটিন মাফিক তাঁদেরকে থামার জন্য সতর্ক করা হয়। বিএসএফের দাবি, তাঁরা থামেননি। সেকারণে গুলি তালান বিএসএফ জওয়ানরা।

এক যুবকের বুকে গুলি লাগে। বাকিরা সেইখান থেকে পালিয়ে যান বলে বিএসএফের দাবি। বিএসএফের বক্তব্য, ওই যুবক কাঁটা তারের ওপ্রান্ত থেকে আসছিলেন। তিনি বাংলাদেশি। তবে এখনও পর্যন্ত ওই যুবকের নাম পরিচয় কিছুই জানা যায়নি। বিএসএফ অভ্যন্তরীণ তদন্ত চালাচ্ছে। দেহটি আপাতত ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

বিএসএফ সূত্রে খবর, এখনও সীমান্তে পাচারকারিরা সক্রিয়। তাই নজরদারিও আরও কড়া হচ্ছে। কোনওরকমে বেকায়দার কিছু দেখলেই কড়া পদক্ষেপ করছেন বিএসএফ জওয়ানরা।