Panchayat Board Formation: বোর্ড গঠনকে কেন্দ্র করে ধুন্ধুমার গাজলে, তুফানগঞ্জেও উত্তেজনা
Panchayat Board Formation: পঞ্চায়েতের বোর্ড গঠনকে কেন্দ্র করে জায়গায় জায়গায় উত্তেজনা ছড়িয়েছে। দক্ষিণবঙ্গের একাধিক জেলার পাশাপাশি অশান্তি উত্তরবঙ্গের জেলাগুলিতেও।
মালদহ ও কোচবিহার: গ্রামপঞ্চায়েতে বোর্ড গঠনকে কেন্দ্র করে উত্তেজনা মালদহের গাজলে। গাজলের বাবুপুর গ্রামপঞ্চায়েত। বৃহস্পতিবার সেখানে বোর্ড গঠনকে কেন্দ্র করে ধুন্ধুমার শুরু হয়। অভিযোগ, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে তাদের উপরও হামলা হয়। অভিযোগে নাম জড়িয়েছে বাম, কংগ্রেস, বিজেপির। পরিস্থিতি এমন হয়, পুলিশ-সিভিক ভলান্টিয়ার কার্যত এলাকা ছেড়ে পালাতে হয় বলেও অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তপ্ত হয়ে ওঠে বাবুপুর এলাকা। পঞ্চায়েত অফিসের সামনে ঝামেলা শুরু হয়।
বোর্ড গঠনকে কেন্দ্র করে জেলায় জেলায় অশান্তির আবহ বৃহস্পতিবার। কোচবিহারের তুফানগঞ্জেও এদিন তুমুল অশান্তি হয়। তুফানগঞ্জের অন্দরান ফুলবাড়িতে তুফানগঞ্জের জয়েন্ট বিডিও-র গাড়িতে হামলার অভিযোগ ওঠে। তুফানগঞ্জ বিধানসভার অন্দরান ফুলবাড়ি-২ গ্রামপঞ্চায়েত। সেখানে বিজেপির বোর্ড গঠনকে কেন্দ্র করে তুলকালাম বাধে।
যুগ্ম বিডিওর গাড়িতে ভাঙচুরের অভিযোগ ওঠে বিজেপি কর্মী সমর্থকদের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়ায় এলাকায়। খবর পেয়ে পরিস্থিতির নিয়ন্ত্রণে তুফানগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। বিজেপির তরফে অভিযোগ তোলা হয়, বোর্ড গঠন সম্পন্ন হওয়ার পর রেজলিউশন কপিতে সকল পঞ্চায়েত সদস্য সই করলেও, সেখানে উপস্থিত প্রশাসনিক আধিকারিক সিলমোহর দেয়নি। এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।