Governor C V Ananda Bose: কাজী নজরুল-রায়গঞ্জ-গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী উপাচার্য নিয়োগ আচার্য বোসের
C V Ananda Bose: উপাচার্য নিয়োগ নিয়ে যখন রাজ্য রাজনীতি তোলপাড় হচ্ছে সেই সময়ে ফের রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ যে নয়া মাত্রা যোগ করবে তা বলাই বাহুল্য।
কলকাতা: শিক্ষাক্ষেত্রে আচার্য সি ভি আনন্দ বোসের অ্যাকশন চলছে। যে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্যহীন অবস্থায় পড়েছিল সেই সকল বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করেন তিনি। তারমধ্যে রায়গঞ্জ, মালদহ, কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ অন্যতম।
গতকাল মালদহের গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী উপাচার্য হিসাবে অধ্যাপক রজত কিশোর দে-কে নিয়োগ করেন আচার্য। রজতবাবু ২০০৭ সাল থেকে বাংলা বিভাগে অধ্যাপনা করছিলেন। এবার উপাচার্য পদে বসানো হল তাঁকে।
অপরদিকে, কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য হিসাবে অধ্যাপক বিজয় কুমার ভারতীকে নিয়োগ করে রাজভবন। ওই বিশ্ববিদ্যালয়ের হিন্দি বিভাগে দীর্ঘদিন ধরে অধ্যাপনা করে আসছিলেন অধ্যাপক বিজয় কুমার। তাঁকেই এবার উপাচার্য হিসাবে নিয়োগ করলেন আচার্য বোস।
এর পাশাপাশি, উত্তর দিনাজপুরের রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী উপাচার্য নিয়োগ করলেন আচার্য সি ভি আনন্দ বোস। আচার্য নির্দেশ পাওয়ার পরই মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য হিসাবে দায়িত্ব নেন ডক্টর দীপক কুমার রায়। দীপকবাবু রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরেই বাংলা বিভাগে অধ্যপনা করেছেন। দীর্ঘ সময় কলা বিভাগের দায়িত্ব সামলেছেন। বেশ কয়েকদিন ধরেই রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে স্থায়ী ভাবে কেউ ছিলেন না। প্রায় আড়াই মাস ধরে পদটি ফাঁকা অবস্থায় পড়েছিল। সূত্রের খবর, সোমবার আচার্য সি ভি আনন্দ বোসের সঙ্গে দীপকবাবুর ফোনে কথা হয়। ওইদিনই আচার্য নির্দেশ এসে পৌঁছয় রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে। এরপর মঙ্গলবার সকালে অধ্যাপক ডঃ দীপক কুমার রায় এই দায়িত্বভার গ্রহণ করেন।
উপাচার্য নিয়োগ নিয়ে যখন রাজ্য রাজনীতি তোলপাড় হচ্ছে সেই সময়ে ফের রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে আচার্য উপাচার্য নিয়োগ যে নয়া মাত্রা যোগ করবে তা বলাই বাহুল্য।