Maldah Death: হাওড়ার পর এবার মালদহ! নেশামুক্তি কেন্দ্রে যুবকের মৃত্যু, খুনের দাবি পরিবারের

Malda Death: জানা গিয়েছে, মৃত যুবকের নাম এমডি ফিরোজ আখতার। বয়স ৩৫। গত শনিবার রাত সাড়ে দশটা নাগাদ মিল্কির নেশামুক্তি কেন্দ্রে ওই যুবককে ভর্তি করা হয়। এরপর রবিবার রাত এগারোটা নাগাদ পরিবারের লোকেরা খবর পায় মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছে তাঁদের ছেলের।

Maldah Death: হাওড়ার পর এবার মালদহ! নেশামুক্তি কেন্দ্রে যুবকের মৃত্যু, খুনের দাবি পরিবারের
মালদহে মৃত্যুImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Aug 21, 2023 | 2:49 PM

মালদহ: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিতর্কের মধ্যেই মালদহে নেশামুক্তি কেন্দ্রে এক যুবককে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে মালদর ইংরেজ বাজার থানার মিল্কি এলাকায়। ইতিমধ্যে মৃতের পরিবারের পক্ষ থেকে মিল্কির ওই নেশামুক্তি কেন্দ্রের নামে থানায় একটি খুনের অভিযোগ দায়ের করা হয়েছে।

জানা গিয়েছে, মৃত যুবকের নাম এমডি ফিরোজ আখতার। বয়স ৩৫। গত শনিবার রাত সাড়ে দশটা নাগাদ মিল্কির নেশামুক্তি কেন্দ্রে ওই যুবককে ভর্তি করা হয়। এরপর রবিবার রাত এগারোটা নাগাদ পরিবারের লোকেরা খবর পায় মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছে তাঁদের ছেলের। মৃতের পরিবারের অভিযোগ, পিটিয়ে খুন করা হয়েছে ফিরোজ আখতারকে। গোটা ঘটনায় সোমবার সকালে ইংলিশ বাজার থানায় হোম কর্তৃপক্ষের বিরুদ্ধে একটি খুনের অভিযোগ দায়ের করা হয়।

যদিও এই বিষয়ে হোম কর্তৃপক্ষের কোনও বক্তব্য পাওয়া যায়নি। ঘটনার পর থেকে মিল্কির ওই নেশামুক্তি কেন্দ্রে তালা মারা রয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ইংলিশ বাজার থানার পুলিশ। মৃতের দাদা বলেন, “গত শনিবার একটি নেশামুক্তি কেন্দ্রে ভর্তি করি। চিন্ময় বলে একজন হোম চালান। তিনিই নিয়ে গেলেন। সুস্থ শরীরে গেলেন। সকালে যখন চিন্ময়কে ফোন করি তখন বলে সুস্থ আছে। দুপুরেও বলে সুস্থ। আমি অনুরোধ করলাম দেখার জন্য বলল দেখা হবে না। এবার সন্ধ্যে নাগাদ ওর জিনিস নিয়ে আমি দেখা করলাম। রাত্রিবেলা যখন ঘুমোতে যাব তখন বলল ভাইয়ের অবস্থা সিরিয়াস। হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা এসে শুনি মারা গিয়েছে। আমরা মনে করছি ওকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে।” সম্প্রতি, হাওড়ার দাসপুরেও এই ধরনের ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার তাঁকে শারীরিক অসুস্থতার জন্য নেশামুক্তি কেন্দ্রে ভর্তি করা হয়েছিল। বুধবারই বাড়িতে ওই যুবকের মৃত্যু খবর এসে পৌঁছয়। নিহত পরিবারের দাবি, তাঁদের ছেলেকে খুন করা হয়েছে। সেই ঘটনার পর এবার মালদহে আরও এক যুবকের মত্যু হল।