Murshidabad: ঘরে চার সন্তান-স্বামী, ‘অপহৃত’ বাড়ির বউ! ৭ মাস পর প্রাক্তন প্রেমিকের কাছেই মিলল খোঁজ
Murshidabad: স্ত্রীকে অপহরণ করার অভিযোগে মামলা দায়ের করেন তিনি। তারপরেই শুরু হয় তদন্ত। অবশেষে প্রায় সাত মাস পর উত্তর ২৪ পরগনার বারাসতের পুঁইপুকুর ক্ষুদিরাম পল্লি এলাকা থেকে গৃহবধূ রিঙ্কুকে উদ্ধার করে পুলিশ।
মুর্শিদাবাদ: ঘরে স্বামী, চার সন্তান। বাজারে যাচ্ছি বলে বেরিয়ে গায়েব হয়ে গিয়েছিলেন বধূ। পরিবারের বক্তব্য ছিল, অপহরণ করা হয়েছে বাড়ির বউকে। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে সাত মাস পর সেই গৃহবধূকে উদ্ধার করে। তদন্তে জানা যায়, নিজের পুরনো প্রেমিকের সঙ্গেই পালিয়েছিলেন তিনি। সাত মাস পর ওই গৃহবধূকে উদ্ধার করেছে সামশেরগঞ্জ থানার পুলিশ। প্রেমিককেও গ্রেফতার করেছে পুলিশ। সামশেরগঞ্জের রতনপুরের বাসিন্দা তথা গৃহবধূর স্বামী রাজেশ দাসের অপহরণের অভিযোগের ভিত্তিতেই তাঁদের বারাসত থেকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ১৫ বছর আগে পুরুলিয়ার নিতুলিয়া থানার মেকাতলা গ্রামের মেয়ে রিঙ্কু রাউথ রায়ের সঙ্গে মুর্শিদাবাদের সামশেরগঞ্জের রতনপুরের বাসিন্দা রাজেশ দাসের বিয়ে হয়। বর্তমানে তাঁদের চার সন্তান রয়েছে। কিন্তু বছর খানেক আগে তিন সন্তানকে রেখে কোলের সন্তান নিয়ে হঠাৎ গায়েব হয়ে যান রিঙ্কু। বহু খোঁজাখুঁজি করেও না পেয়ে বিষয়টি নিয়ে সামশেরগঞ্জ থানার দ্বারস্থ হন স্বামী রাজেশ দাস।
স্ত্রীকে অপহরণ করার অভিযোগে মামলা দায়ের করেন তিনি। তারপরেই শুরু হয় তদন্ত। অবশেষে প্রায় সাত মাস পর উত্তর ২৪ পরগনার বারাসতের পুঁইপুকুর ক্ষুদিরাম পল্লি এলাকা থেকে গৃহবধূ রিঙ্কুকে উদ্ধার করে পুলিশ। তাঁর সঙ্গে ছিলেন প্রেমিক ধর্মেন্দ্র বাউড়ি। তাঁকেও গ্রেফতার করে সামশেরগঞ্জ থানার পুলিশ। মঙ্গলবারই তাঁদের থানায় নিয়ে যাওয়া হয়।
বুধবার ধৃত গৃহবধূ ও তাঁর প্রেমিককে জঙ্গিপুর মহুকুমা আদালতে পাঠানো হয়। দুই সাবালক ব্যক্তির সিদ্ধান্তে এবার হস্তক্ষেপ করবে আদালত। ওই গৃহবধূ স্বামীর কাছে ফেরত যাবেন নাকি প্রেমিকের সঙ্গে থাকবেন, তা আদালতে নির্ধারিত হবে।