Murshidabad BJP Joining: দলবদলের রীতিতে উলটপুরাণ, বোর্ড গঠনের আগে তৃণমূলে জিতে বিজেপিতে যোগ
Murshidabad BJP Joining: বেলডাঙ্গা চৈতন্যপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের দুই পঞ্চায়েত সদস্য শ্যামলী হালদার ও সুফল দাস। বোর্ড গঠনের সুবিধে হল বিজেপির। ১৪ পঞ্চায়েত আসন বিশিষ্ট চৈতন্যপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বিজেপি ছ'টি আসনে জয়লাভ করেছিল।
মুর্শিদাবাদ: বোর্ড গঠনের আগে দলবদল অব্যাহত। তবে এবার উলটপুরাণ। মুর্শিদাবাদের বেলডাঙায় তৃণমূলের দুই পঞ্চায়েত সদস্য যোগ দিলেন বিজেপিতে। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন বহরমপুর সাংগঠনিক জেলা সভাপতি শাখারভ সরকার। বেলডাঙ্গা চৈতন্যপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের দুই পঞ্চায়েত সদস্য শ্যামলী হালদার ও সুফল দাস। বোর্ড গঠনের সুবিধে হল বিজেপির। ১৪ পঞ্চায়েত আসন বিশিষ্ট চৈতন্যপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বিজেপি ছ’টি আসনে জয়লাভ করেছিল। ভোট গঠনের ক্ষেত্রে ৮টি পঞ্চায়েত সদস্য প্রয়োজন। ২ তৃণমূল সদস্য বিজেপিতে যোগদান করায় বিজেপির মোট পঞ্চায়েত সদস্য সংখ্যা হল আট।
পঞ্চায়েত নির্বাচনের পর থেকে একাধিক ক্ষেত্রেই দেখা গিয়েছে, বিরোধী দলের বিজয় প্রার্থীরা যোগ দিয়েছেন শাসকশিবিরে। সেটা কংগ্রেস থেকেই হোক, কিংবা বিজেপি থেকে। কিন্তু এক্ষেত্রে দেখা গেল, তৃণমূলের টিকিটে জয়ী হয়ে বিজেপিতে যোগ দিলেন দুই জয়ী প্রার্থী।
বিজেপিতে যোগ দিয়ে তৃণমূল প্রার্থী সুফল দাস বলেন, “কাজ দেখে, উন্নয়ন দেখে যোগ দিলাম। তৃণমূলে পাঁচটা আসন ছিল। বিজেপির ৬টা আসন ছিল। মোট আসন ১৪টা। আমি এলাকার উন্নয়ন করতে চাই, তাই যোগ দিলাম। আমাদের ওখানে রাস্তা খুব খারাপ, এতদিনে তো কোনও কাজ হল না।”
বিজেপি নেতা বলেন, “মোদীজির কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়ে অন্য দলের কর্মী সমর্থকরাও সমর্থন করছে। এটাই আমাদের জয়। আমরা এখানে বোর্ড গঠন করছি। আজ তৃণমূলের ২ জন আমাদের সঙ্গে এলেন। ভবিষ্যতে আরও আসবেন।”
এক্ষেত্রে নওদার বিধায়ক শাহিনা মমতাজ খান বক্তব্য, “লোভে পড়ে করেছে। ভাল রেট উঠেছে। মানুষের এত লোভ বেড়ে গিয়েছে। এর থেকে জঘন্য আর কিছু হতে পারে!”