Fake Notes: ২ লক্ষ টাকার জাল নোট-সহ মুর্শিদাবাদে ধৃত এক, নেপথ্যে আন্তর্জাতিক চক্র?

Fake Notes: এদিন এ বিষয়ে সাংবাদিক বৈঠক করেন ফরাক্কার এসডিপিও রাসপ্রীত সিং। সেখানেই তিনি জানান, প্রায় ২ লক্ষ টাকার জাল নোট মালদহের বৈষ্ণবনগর থেকে আনা হচ্ছিল।

Fake Notes: ২ লক্ষ টাকার জাল নোট-সহ মুর্শিদাবাদে ধৃত এক, নেপথ্যে আন্তর্জাতিক চক্র?
গ্রেফতার ১Image Credit source: TV-9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Aug 15, 2023 | 11:45 PM

সামশেরগঞ্জ: কয়েক হাজার নয়, একেবারে দুই লক্ষ টাকার জাল নোট-সহ এক যুবককে গ্রেফতার করল মুর্শিদাবাদের (Murshidabad) সামশেরগঞ্জ থানার পুলিশ। ধৃত ওই যুবকের নাম মাসুদ শেখ (২০)। পুলিশ সূত্রে খবর, মাসুদের বাড়ি সামশেরগঞ্জের ধূলিয়ান পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের লালপুরে। কিন্তু, কোথা থেকে সে এই বিপুল পরিমাণ জাল নোট এনেছিল, এর সঙ্গে কোনও বড় চক্র আছে কি না, কোনও রাজনৈতিক যোগ আছে কি না সবই খতিয়ে দেখছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ধৃত যুবককে। 

তবে এই বিপুল পরিমাণ জাল নোট-সহ মাসুদ যে আসছে সে খবর আগেই গোপন সূত্রে পেয়ে গিয়েছিল পুলিশ। তারপরই অভিযান, শেষে হাতেনাতে গ্রেফতার। মঙ্গলবার সন্ধ্যায় সামশেরগঞ্জ থানার ধূলিয়ান রেল স্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। 

এদিন এ বিষয়ে সাংবাদিক বৈঠক করেন ফরাক্কার এসডিপিও রাসপ্রীত সিং। সেখানেই তিনি জানান, প্রায় ২ লক্ষ টাকার জাল নোট মালদহের বৈষ্ণবনগর থেকে আনা হচ্ছিল। নিয়ে যাওয়া হচ্ছিল ধূলিয়ানের দিকে। কিন্তু, কাকে বা কোথায় সে সেগুলি দিতে যাচ্ছিল সে বিষয়ে এখনও বিশদে কিছু জানা যায়। এমনকী এর পিছনে কোনও আন্তর্জাতিক চক্রের যোগ আছে কি না, বাংলাদেশ থেকে এবার বাংলায় নোটগুলি ঢোকানো হয়েছিল কি না সে বিষয়েও খুব একটা কিছু জানা যায়নি। জোরকদমে চলছে জিজ্ঞসাবাদ। বুধবারই ধৃতকে আদালতে তুলতে চলেছে পুলিশ। জানানো হবে সাতদিনের পুলিশ হেফাজত। এদিকে খবর প্রকাশ্যে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।