Nadia: ভরা বাজারের মধ্য়ে বাইক ছিনতাইয়ের চেষ্টা, বাধা দিতেই যুবককে গুলি দুষ্কৃতীদের
Nadia: ঘটনায় কালিগঞ্জ থানা এলাকায় মৌখিকভাবে অভিযোগ জানানো হয়েছে বলে খবর। তবে এ ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
নদিয়া: জোর করে বাইক ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছিল দুষ্কৃতীরা। বাধা দিতেই ছুটে এল গুলি। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি যুবক। চাঞ্চল্যকর এ ঘটনা ঘটেছে নদিয়ার (Nadia) কালিগঞ্জ থানার পলাশি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বাথানগাছি এলাকায়। সূত্রের খবর, এদিন নিজের বাইকে চেপে ওই এলাকা দিয়ে আসছিলেন আসান শেখ (২৫)। কালিগঞ্জ থানার কুলবেরিয়া বাজারে কাছে আচমকা পিছন থেকে আর একটি বাইক তাঁকে ধাওয়া করে বলে খবর। তাতে বসেছিল তিন যুবক। কাছে এসেই আসানকে বাইক থামাতে বলে। তাঁর বাইক কেড়ে নেওয়ারও চেষ্টা করা হয় বলে অভিযোগ। প্রতিবাদ করতেই আসানকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুষ্কৃতীরা।
তাঁর চিৎকার শুনেই ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দেখেই পালিয়ে যায় অভিযুক্ত তিন যুবক। তবে আসানের বাইক তাঁরা ছিনতাই করতে পারেনি। গুরুতর আহত অবস্থায় স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয় আসানকে। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ঘটনায় কালিগঞ্জ থানা এলাকায় মৌখিকভাবে অভিযোগ জানানো হয়েছে বলে খবর। তবে এ ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। ঘটনায় চাপা উত্তেজনা এলাকায়।
ঘটনা প্রসঙ্গে আসান বলছেন, “আমি নিজের মনে বাইকে চেপে আসছিলাম। আচমকা পিছন থেকে ওরা তিনজন আমাকে ধাওয়া করে। আমার বাইকের সামনে এসে ওদের বাইক দাঁড় করিয়ে দেয়। বলে বাইক থেকে নেমে যেতে। আমি বাধা দিতেই আমার বুক লক্ষ্য করে গুলি করে। আমি সরে গেলেও আমার ডান হাতে গুলি লাগে। তবে আমি ওদের কাউকেই চিনি না।”