Nadia: জ্বর-সর্দি নিয়ে এসেছিলেন হাসপাতালে, আরও এক ডেঙ্গি আক্রান্তের মৃত্যু

Nadia: ইতিমধ্যেই ডেঙ্গি নিয়ে উত্তাল হয়েছে চলতি বিধানসভা অধিবেশন। মুখ্যমন্ত্রী একদিকে বার্তা দিয়েছেন, কোভিড যেভাবে মোকাবিলা করা হয়েছে, ডেঙ্গিও সেভাবেই মোকাবিলা করতে হবে।

Nadia: জ্বর-সর্দি নিয়ে এসেছিলেন হাসপাতালে, আরও এক ডেঙ্গি আক্রান্তের মৃত্যু
ডেঙ্গি নিয়ে সচেতন হওয়ার বার্তা। Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Aug 04, 2023 | 2:47 PM

নদিয়া: ডেঙ্গিতে আরও একজনের মৃত্যু। কল্যাণী জওহরলাল নেহরু মেডিক্যাল হাসপাতালে (JNM Hospital) মৃত্যু হল এক মহিলার। গত বুধবার জ্বর, সর্দি কাশির উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন ৬৬ বছরের ওই মহিলা। রানাঘাট থানার নন্দীঘাট এলাকার বাসিন্দা ছিলেন তিনি। হাসপাতালে ভর্তি হওয়ার পরই ডেঙ্গির নমুনা পরীক্ষা করা হয়। হাসপাতাল সূত্রে খবর, রিপোর্টও পজিটিভ আসে। হাসপাতালেই বৃহস্পতিবার মারা যান তিনি। যদিও চিকিৎসকদের দাবি, ডেঙ্গির পাশাপাশি অন্যান্য শারীরিক সমস্যাও ছিল মহিলার।

তবে যতই কোমর্বিডিটি থাক না কেন, ডেঙ্গির থাবা যে শরীরকে অল্প সময়েই একেবারে প্রতিরোধক্ষমতা শূন্য করে দিচ্ছে তা মানছেন চিকিৎসকরা। হু হু করে রক্তের প্লেটলেট নামতে শুরু করলেই শরীরও বিকল হতে শুরু করছে। ফলে দেহে লুকিয়ে থাকা অন্যান্য রোগ আরও বেশি করে মাথাচাড়া দিচ্ছে। কোভিডের ক্ষেত্রেও এই একই ঘটনা দেখা গিয়েছে।

ইতিমধ্যেই ডেঙ্গি নিয়ে উত্তাল হয়েছে চলতি বিধানসভা অধিবেশন। মুখ্যমন্ত্রী একদিকে বার্তা দিয়েছেন, কোভিড যেভাবে মোকাবিলা করা হয়েছে, ডেঙ্গিও সেভাবেই মোকাবিলা করতে হবে। একইসঙ্গে মুখ্যমন্ত্রী বিধানসভায় বলেছেন, ডেঙ্গিতে মৃত্যু নিয়ে স্পষ্ট কোনও খবর নেই। পাল্টা ডেঙ্গি নিয়ে আলোচনা চেয়ে বিক্ষোভও দেখায় বিজেপি। ওয়াক আউট করে তারা।

মে মাসের আগে থেকেই নদিয়ার বিভিন্ন জায়গায় ডেঙ্গির খবর আসছিল। জেএনএমে ডেঙ্গি নিয়ে ভর্তি হচ্ছিলেন রোগীরা। রোগীর আত্মীয়রা বলছেন, জুন-জুলাইয়ে সংখ্যাটা আরও বেড়েছে। গোটা রাজ্যেই এই মুহূর্তে ডেঙ্গির প্রকোপ। গত জুলাইয়ে রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ৬২৬। এবার তা বেড়ে ২ হাজার ৬০০ পার করে গিয়েছে।