Dunlop: ডানলপ মোড়ের কাছে বেপরোয়া গাড়ি আটকাতে গিয়ে আহত ২ পুলিশ আধিকারিক ও ২ সিভিক ভলান্টিয়ার
Dunlop: উত্তর ২৪ পরগনার গোপাল লাল ঠাকুর রোড দিয়ে মঙ্গলবার সকালে একটি টেম্পো গাড়ি দ্রুত গতিতে ডানলপ মোড়ের দিকে আসছিলেন।
ডানলপ: বেপরোয়া গাড়ি ধরতে গিয়ে আক্রান্ত ডানলপ ট্রাফিক গার্ডের অ্যাসিস্ট্যান্ট, সাব-ইন্সপেক্টর সহ ২ সিভিক ভলান্টিয়ার। শুধু তাই নয়, পুলিশ আধিকারিকদের মারধর করারও অভিযোগ উঠল অভিযুক্তদের বিরুদ্ধে। এই ঘটনায় পাঁচজনকে গ্রেফতার বরাহনগর থানার পুলিশ।
উত্তর ২৪ পরগনার গোপাল লাল ঠাকুর রোড দিয়ে মঙ্গলবার সকালে একটি টেম্পো গাড়ি দ্রুত গতিতে ডানলপ মোড়ের দিকে আসছিলেন। সেই সময় ট্রাফিক পুলিশের দু’জন হোমগার্ড গাড়িটিকে আটকাতে যায়। তখনই তাঁদেরকে ধাক্কা মেরে গাড়িটি ডানলপ মোড়ের কাছে চলে যায়।
সেই সময় ডানলপে কর্তব্যরত ট্রাফিক পুলিশের অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর মানস সিংহ গাড়িটি আটকান। এরপর গাড়ি থেকে চালক ও খালাসি নেমে এসে মানস সিংহকে লোহার রড দিয়ে মারধর করার অভিযোগ ওঠে।
ঘটনায় আহত অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর মানস সিংহ ও আহত দু’জন সিভিক ভলান্টিয়ারকে আহত অবস্থায় সাগর দত্ত হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত চালক ও খালাসি সহ মোট পাঁচজনকে গ্রেফতার করেছে বরাহনগর থানার পুলিশ। আজ তাদের ব্যারাকপুর আদালতে পাঠানো হয়েছে।