Bagda: বাগদায় বোর্ড গঠন করল বিজেপি, সমর্থন করল কং-ফব
Bagda: উত্তর ২৪ পরগনা বাগদা ব্লকের কনিয়াড়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ২১ টি আসনের মধ্যে ১১ টি আসনে জয়লাভ করেছে বিজেপি। ৮ টি আসনে জয়লাভ করেছে তৃণমূল, কংগ্রেস ১ টি আসনে ও ১ টি আসনে ফরওয়ার্ড ব্লক জয়লাভ করেছে।
উত্তর ২৪ পরগনা: ‘কেন্দ্রে কুস্তি, বাংলায় দোস্তি’! বাংলায় আরও একবার সেই ছবি। বাগদার কনিয়াড়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েত গঠনে বিজেপি প্রধানকে সমর্থন করল কংগ্রেস ও ফরওয়ার্ড ব্লক। পঞ্চায়েত গঠন করল বিজেপি। আর দফতরের সামনে বিজয়োল্লাসে দেখা গেল বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে রয়েছেন কংগ্রেস, ফরওয়ার্ড ব্লক ও সিপিএমের কর্মীরাও। দলীয় পতাকা হাতেই বিজয়োল্লাসে মেতেছেন কর্মীরা।
উত্তর ২৪ পরগনা বাগদা ব্লকের কনিয়াড়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ২১ টি আসনের মধ্যে ১১ টি আসনে জয়লাভ করেছে বিজেপি। ৮ টি আসনে জয়লাভ করেছে তৃণমূল, কংগ্রেস ১ টি আসনে ও ১ টি আসনে ফরওয়ার্ড ব্লক জয়লাভ করেছে। এদিন পঞ্চায়েত গঠনের বৈঠকে বিজেপির পঞ্চায়েত প্রধান পদপ্রার্থী গীতু বিশ্বাস সরকারকে সমর্থন করেন কংগ্রেস প্রতীকে জয়ী হওয়া সম্রাট সাঁতরা ও ফরওয়ার্ড ব্লকের প্রতীকে জয়ী হওয়া শম্পা সাঁতরা ।
কংগ্রেস ও ফরওয়ার্ড ব্লক প্রার্থীর বক্তব্য, উন্নয়নের জন্যই তাঁরা বিজেপিকে সমর্থন করছেন । এই বিষয়ে নবগঠিত কনিয়াড়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান গীতু বিশ্বাস সরকার বলেন, “১১ জন বিজেপি সদস্য জয়ী হয়ে সংখ্যাগরিষ্ঠ অনুসারে আমরা পঞ্চায়েত গড়েছি । কংগ্রেস ও ফরওয়ার্ড ব্লক আমাদেরকে সমর্থন করেছে।” তিনি বলেন, “আমরা সকলেরই সমর্থন পেয়েছি। এলাকার সার্বিক উন্নয়ন করতে চাই। চেষ্টা করব সমস্ত রকমের পরিষেবা দিতে। কংগ্রেস, ফরওয়ার্ড ব্লক সমর্থন করেছে।” এখনও পর্যন্ত এই নিয়ে বনগাঁর তৃণমূল সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় অনেক দিন আগেই বলেছেন বিজেপি, কংগ্রেস, সিপিএম সব এক। এটাই তার প্রমাণ।”