J P Nadda: ‘মা কালীর কাছে প্রার্থনা করলাম দেশকে বিশ্বের কাছে তুলে ধরতে’, দক্ষিণেশ্বরে গিয়ে বললেন নাড্ডা

J P Nadda: এ দিন, মন্দির থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি নেতা বলেন, "এই মন্দির স্বামী বিবেকানন্দের জায়গা, রামকৃষ্ণ পরমহংসদেবের জায়গা।

J P Nadda: 'মা কালীর কাছে প্রার্থনা করলাম দেশকে বিশ্বের কাছে তুলে ধরতে', দক্ষিণেশ্বরে গিয়ে বললেন নাড্ডা
দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিলেন জে পি নাড্ডাImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Aug 13, 2023 | 1:02 PM

দক্ষিণেশ্বর: বঙ্গ সফরে এসেছেন বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা (J P Nadda)। বিজেপির দু’দিনের পূর্বাঞ্চলীয় পঞ্চায়েতি রাজ পরিষদের অনুষ্ঠানে যোগ দিতে রাজ্যে এসেছেন তিনি। আজ দিল্লিতে ফিরে যাওয়ার কথা রয়েছে তাঁর। তবে ফেরত যাওয়ার আগে দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিলেন বিজেপি নেতা।

এ দিন, মন্দির থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি নেতা বলেন, “এই মন্দির স্বামী বিবেকানন্দের জায়গা, রামকৃষ্ণ পরমহংসদেবের জায়গা। এখানে এসে দলের মঙ্গল চাইলাম, দেশের ভাল চাইলাম।” এ ছাড়াও তিনি মা কালীর কাছে প্রার্থনা করেছেন দেশকে বিশ্বের দরবারে তুলে ধরতে ভগবান যেন তাঁদের আর্শীবাদ করেন যাতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে উন্নত ভারত গড়তে পারেন।”

উল্লেখ্য, গত ১১ অগস্ট রাজ্যে পা রাখেন বিজেপি সর্ব ভারতীয় সভাপতি জে পি নাড্ডা। গতকাল কলকাতায় একটি সভা করেন তিনি। তৃণমূল সরকার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা শোনা যায় তাঁর গলায়। শুধু তাই নয়, পঞ্চায়েত ভোটের সময় এ রাজ্যে হিংসার ঘটনার প্রসঙ্গও তুলে ধরেন তিনি।

এরপর হাওড়ায় একটি জনসভা করেন বিজেপি নেতা। সেখানের দলীয় কর্মসূচি থেকে জে পি নাড্ডা আত্মবিশ্বাসের সুরে বলেন, “আমরা এখন রাজ্যে বিরোধী দলের ভূমিকায় আছি। আগামিদিনে আমরা রাজ্যে সরকার তৈরি করব।”