Dilip Ghosh: ‘কাশ্মীর ঠান্ডা করে দিয়েছি, কোথায় যাদবপুর?’, হুঁশিয়ারি দিলীপের

Dilip Ghosh: রবিবার উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর লোকসভার ভাটপাড়ায় বিজেপির এক সমাবেশ ছিল। সেখানে যোগ দেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। সেই মঞ্চ থেকে দিলীপের নিদান, রাজ্যে পালাবদল হলে যাদবপুরকে ঠান্ডা করে দেওয়া হবে।

Dilip Ghosh: 'কাশ্মীর ঠান্ডা করে দিয়েছি, কোথায় যাদবপুর?', হুঁশিয়ারি দিলীপের
বিজেপি নেতা দিলীপ ঘোষ। Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Aug 20, 2023 | 11:46 PM

উত্তর ২৪ পরগনা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনা ঘিরে যখন তোলপাড় রাজ্য। সেই আবহে বেফাঁস মন্তব্য বিজেপি সাংসদ দিলীপ ঘোষের। রাজ্যে পালাবদল হলে, যাদবপুরে জয় শ্রীরাম স্লোগান উঠবে বলেও মন্তব্য বিজেপি নেতার। রবিবার উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর লোকসভার ভাটপাড়ায় বিজেপির এক সমাবেশ ছিল। সেখানে যোগ দেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। সেই মঞ্চ থেকে দিলীপের নিদান, রাজ্যে পালাবদল হলে যাদবপুরকে ঠান্ডা করে দেওয়া হবে। একইসঙ্গে বুদ্ধিজীবীদেরও তীব্র ভাষায় আক্রমণ করেন মেদিনীপুরের বিজেপি সাংসদ।

দিলীপ ঘোষ এদিন বলেন, “যেখানে যেখানে সন্ত্রাসবাদী, সমাজবিরোধী শক্তি মাথাচাড়া দিয়েছে, আমরা বুট দিয়ে মাথা কুচলে দিই তার। জেএনইউয়ে যান। দেখে আসুন। ওখানেও প্রকাশ্যে মদ গাঁজা খাওয়া হত। আজাদি আজাদি বলা হত। সবাইকে আজাদ করে দেওয়া হয়েছে। এই বাংলার সরকার যেদিন যাবে যাদবপুরে বিবেকানন্দের স্ট্যাচু আর ভারত মাতা কী জয় স্লোগান দেবো, জয় শ্রীরাম স্লোগান দেবো। আমি বলে যাচ্ছি।”

দিলীপের সংযোজন, “আজ হোক, কাল হোক এ পরিবর্তন চাই। আরে কাশ্মীর ঠান্ডা করে দিয়েছি, কোথায় যাদবপুর? আজ হোক কাল ঠান্ডা হয়ে যাবে।” দিলীপ ঘোষ বলেন, বিশ্ববিদ্যালয়ে যদি খুনের ঘটনা, মদ-গাঁজার আসর বসে, ছেলে মেয়েরা কিভাবে ভাল ফল করবে? বাংলার যে শিক্ষা নিয়ে গর্ব করা হত, তা গোড়া থেকে কেটে ফেলার চেষ্টা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।