Local Train: চলছে না শিয়ালদহ-বনগাঁ লোকাল, হয়রানির শিকার বহু নিত্যযাত্রী
Local Train: একদিকে সকাল থেকে শুরু হয়েছে বৃষ্টি। তার মধ্যে ট্রেন চলাচল ব্যাহত হওয়ায় স্টেশনে অপেক্ষা করছেন বহু যাত্রী।
বনগাঁ: ব্যাহত বনগাঁ-শিয়ালদহ ট্রেন চলাচল। সকাল থেকেই প্রবল সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা। ব্যস্ত এই রুটে প্রতিদিন যাতায়াত করেন বহু মানুষ। শুক্রবার সকালে এই রুটে আপ লাইন বসে গিয়েছে বলে সূত্রের খবর। তার জেরেই আপ ও ডাউন দুই লাইনেই ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। মছলন্দপুর ও সঙ্গতি স্টেশনের মাঝে সমস্যা দেখা দিয়েছে। সকাল ৮ টা ৮ মিনিটের বনগাঁ-শিয়ালদহ লোকাল চলে যাওয়ার পর থেকে আর কোনও ট্রেন চলছে না ওই রুটে।
শুক্রবার সকাল থেকে প্রবল বৃষ্টি শুরু হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। জলও জমে গিয়েছে কোথাও কোথাও। ফলে, রাস্তা ধরে না গিয়ে ট্রেন লাইন বেছে নিয়েছিলেন অনেকেই। কিন্তু লাইন বসে যাওয়ায় হয়রানির শিকার হতে হয় অফিস যাত্রীদের। ছাতা মাথায় দিয়ে লাইনের ধারে অপেক্ষা করতে থাকেন তাঁরা। কেউ কেউ রেলের ছাউনির নীচে অপেক্ষা করেন। দু দিকের ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় তাঁরা কর্মস্থল বা বাড়ি কোনও দিকেই যেতে পারেননি।
পরে রেল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয়, আপ লাইন ঠিক করার কাজ চললেও ডাউন লাইন দিয়ে একে একে ট্রেনগুলিকে নিয়ে যাওয়া হবে শিয়ালদহের দিকে। ফলে কিছুটা আশ্বস্ত হয়েছেন যাত্রীরা। তবে কী কারণে লাইনে ধস নেমেছে সে ব্যাপারে এখনও কিছু জানায়নি রেল কর্তৃপক্ষ।