Ragging In Habra: হাবড়ায় নবম শ্রেণির পড়ুয়াকে ব়্যাগিংয়ের অভিযোগ, প্রাণভয়ে দুর্যোগ মাথায় নিয়ে পাঁচিল ডিঙিয়ে ছুট

Ragging In Habra: পায়ে হেঁটে বাড়ির পথে প্রায় ১০ কিলোমিটার চলেও গিয়েছিল ওই পড়ুয়া। তখনই তাঁকে দেখতে পায় নৈশ প্রহরীরা।

Ragging In Habra: হাবড়ায় নবম শ্রেণির পড়ুয়াকে ব়্যাগিংয়ের অভিযোগ, প্রাণভয়ে দুর্যোগ মাথায় নিয়ে পাঁচিল ডিঙিয়ে ছুট
ফের ব়্যাগিংয়ের অভিযোগImage Credit source: TV-9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Aug 13, 2023 | 11:47 AM

হাবড়া: যাদবপুরের (Jadavpur University) ছায়া এবার  হাবড়া।  আর বিশ্ববিদ্যালয় নয়, ব়্যাগিংয়ের ছায়া এবার স্কুলে। নবম শ্রেণির ছাত্রীকে ব়্য়াগিংয়ের (Ragging) অভিযোগ উঠল স্কুলের ‘দাদাদের’ বিরুদ্ধে। প্রাণভয়ে গভীর রাতে হস্টেলের পাঁচিল থেকে পালানোর চেষ্টা নবম শ্রেণির পড়ুয়ার। সূত্রের খবর, পায়ে হেঁটে বাড়ির পথে প্রায় ১০ কিলোমিটার চলেও গিয়েছিল ওই পড়ুয়া। তখনই তাঁকে দেখতে পায় নৈশ প্রহরীরা। খবর যায় হাবড়া থানায়। শেষে হাবড়া থানার পুলিশই ছেলেটিকে তার বাবার হাতে তুলে দেয়। যে সময় ওই ছাত্র হস্টেল থেকে পালায় তখন তুমুল বৃষ্টি শুরু হচ্ছে। বজ্রপাতও হচ্ছে মুহুর্মুহু। প্রাকৃতিক দুর্যোগ মাথায় নিয়ে দীর্ঘ পথ পাড়ি দেয় ওই পড়ুয়া। 

এদিকে যে কেন্দ্রীয় স্কুলে এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ সেটির রীতিমতো সুনাম রয়েছে এলাকায়। কিন্তু, সেই স্কুলেই এই অভিযোগ ওঠায় তা নিয়ে ব্যাপক চাঞ্চল্য গোটা এলাকায়। প্রশ্ন উঠছে স্কুলের হস্টেল কর্তৃপক্ষের ভূমিকায়। এ ঘটনায় থানায় এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি বলে খবর। নির্যাতিত ছাত্রের অভিযোগ, তাঁকে হস্টেলে দীর্ঘদিন থেকে মারধর করা হয়েছে। তাঁর গায়ে কম্পাসের কাঁটা ফুটিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। মারা হয়েছে মাথায়। তাঁর দাবি হস্টেল অনেকের উপরেই এভাবে দিনের পর দিন অত্যাচার করা হয়েছে। ভয়ে কেউ কোনও কথা বলতে পারত না। অভিযোগ সিনিয়রদের বিরুদ্ধে। তবে এখনও পর্যন্ত নির্দষ্ট করে কোনও দাদার নাম বলেনি ওই কিশোর।