Bongaon: অবাক কাণ্ড! জয়ী প্রার্থীর বদলে বোর্ড গঠনের চিঠি গেল পরাজিতের বাড়িতে
Bongaon: বোর্ড গঠনের ২৪ ঘণ্টা আগেও পোস্টাল মারফত বাড়িতে কোনও চিঠি পাননি বলে অভিযোগ করলেন তিনি। অন্যদিকে, তাঁর চিঠি পেয়েছেন ধর্মপুকুরিয়া গ্রাম পঞ্চায়েতের ১৭ নম্বর সংসদে ভোটে দাঁড়িয়ে পরাজিত হওয়া সিপিএম প্রার্থী বাসুদেব ঘোষ।
বনগাঁ: বিজয়ী তৃণমূল প্রার্থীর বোর্ড গঠনের চিঠি গেল অন্য পঞ্চায়েতের পরাজিত সিপিআইএম প্রার্থীর বাড়িতে। শুরু রাজনৈতিক তরজা। উত্তর ২৪ পরগনার বনগাঁ ব্লকের গাঁড়াপোতা পঞ্চায়েতের ২৯ নম্বর সংসদে তৃণমূলের প্রার্থী হয়ে জয়ী হয়েছিলেন বাসুদেব ঘোষ। সেই পঞ্চায়েতে এই বোর্ড গঠন হচ্ছে শুক্রবার। কিন্তু বোর্ড গঠনের ২৪ ঘণ্টা আগেও পোস্টাল মারফত বাড়িতে কোনও চিঠি পাননি বলে অভিযোগ করলেন তিনি। অন্যদিকে, তাঁর চিঠি পেয়েছেন ধর্মপুকুরিয়া গ্রাম পঞ্চায়েতের ১৭ নম্বর সংসদে ভোটে দাঁড়িয়ে পরাজিত হওয়া সিপিএম প্রার্থী বাসুদেব ঘোষ। তিনি সেটাই স্বীকার করেছেন।
তাঁর বক্তব্য, “৭ তারিখে আমার কাছে একটা চিঠি আছে, আমাকে ওবিসি সার্টিফিকেট নিয়ে গাড়াপোতা পঞ্চায়েতে বোর্ড গঠনের জন্য ডেকে পাঠানো হয়। বিডিও সাহেবের কাছে আমার প্রশ্ন কীভাবে একজন পরাজিত প্রার্থীকে বোর্ড গঠনের জন্য ডেকে পাঠানো হয়?”
অন্যদিকে, গাড়াপোতা পঞ্চায়েতের নকফুল গ্রামের তৃণমূলের জয়ী পঞ্চায়েত সদস্য বাসুদেব ঘোষ বলেন, তিনি পোস্টাল মারফত চিঠি না পাওয়ায় চিন্তায় রয়েছেন। তাঁর চিঠি যে ধর্মপুকুরিয়া গ্রাম পঞ্চায়েতের মনিগ্রাম গ্রামে বাসুদেব ঘোষ নামে একজন পরাজিত সিপিএম প্রার্থীর কাছে পাঠানো হয়েছে, সেটাও তিনি শুনেছেন বলে জানান।
এই বিষয়ে বনগাঁ বিডিও অর্ঘ্য দত্ত বলেন..”ধর্মপুকুরিয়া গ্রাম পঞ্চায়েতের সিপিএমের পরাজিত প্রার্থীর কাছে কিভাবে বোর্ড গঠনের চিঠি গেল এটা আমার জানা নেই, বিষয়টি দেখা হচ্ছে। তবে গাড়াপোতা গ্রাম পঞ্চায়েতের ২৭ নম্বর সংসদের তৃণমূলের জয়ী প্রার্থী বাসুদেব ঘোষকে বিশেষ বার্তাবাহকের মাধ্যমে চিঠি পাঠানো হয়েছে।” চিঠি কীভাবে পরাজিত প্রার্থীর কাছে গেল, সেই বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে বলে আশ্বাস দিয়েছেন বিডিও। তবে জয়ী প্রার্থীও চিঠি পেয়েছেন বলে জানালেন বিডিও অর্ঘ্য দত্ত।