Basirhat: অতিরিক্ত পুলিশ সুপারের নাম ও ছবি ব্যবহার করে একাধিক ফেক অ্যাকাউন্ট, তদন্তে সাইবার ক্রাইম থানা

Basirhat: দুটি অ্য়াকাউন্ট থেকে একাধিক ব্যক্তিকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো হয়েছে বলে খবর। দুই অ্যাকাউন্ট নিয়েই অভিযোগ দায়ের করেছেন সৌতমবাবু।

Basirhat: অতিরিক্ত পুলিশ সুপারের নাম ও ছবি ব্যবহার করে একাধিক ফেক অ্যাকাউন্ট, তদন্তে সাইবার ক্রাইম থানা
তদন্তে পুলিশ Image Credit source: TV-9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jul 30, 2023 | 2:52 PM

বসিরহাট: বসিরহাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপারের নাম ও ছবি ব্যবহার করে ফেক অ্য়াকাউন্ট খোলার অভিযোগ। পাঠানো হচ্ছে ফ্রেন্ড রিকোয়েস্ট। তাতেই শোরগোল বসিরহাটে। ইতিমধ্যেই এ ঘটনায় বসিরহাট (Basirhat) সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেছেন বসিরহাট সাইবার ক্রাইম থানায় অতিরিক্ত পুলিশ সুপার সৌতম বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, প্রথমে একটি প্রোফাইল খোলা হয় পুনম পুনমচাঁদ নামে। সেখানে ছিল অতিরিক্ত পুলিশ সুপারের ছবি। দ্বিতীয় অ্য়াকাউন্টটিতে ব্যবহার করা হয় সৌতমবাবুর নাম। ব্যবহার করা হয় ছবি।  

দুটি অ্য়াকাউন্ট থেকে একাধিক ব্যক্তিকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো হয়েছে বলে খবর। দুই অ্যাকাউন্ট নিয়েই অভিযোগ দায়ের করেছেন সৌতমবাবু। একইসঙ্গে নিজের ফেসবুক পেজেও তিনি বিষয়টি নিয়ে লিখেছেন। সতর্ক করেছেন ভুয়ো অ্যাকাউন্টের বিষয়ে। যদিও কে বা কারা এর পিছনে রয়েছে, কোনও অসৎ উদ্দেশে রয়েছে কিনা তা তদন্ত করে দেখছে বসিরহাট সাইবার ক্রাইম থানার পুলিশ।

প্রসঙ্গত, এই ঘটনা যে এই প্রথম এমনটা নয়। চলতি বছরের এপ্রিলেও ঘটে একই ঘটনা। সেই সময়ও অতিরিক্ত পুলিশ সুপারের নামে খোলা হয়েছিল ফেক প্রোফাইল। কিন্তু, কারা রয়েছে এর পিছনে তার এখনও কোনও খোঁজ পায়নি পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে বেশ চাপানউতর তৈরি হয়েছে বসিরহাটের পুলিশ মহলে।