Nimta: পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ‘দাদু’

Nimta: পুলিশ গিয়ে ওই ব্যক্তিকে আটক করে নিয়ে যায়। পরিবারের অভিযোগ, এই প্রথম নয়, ওই বৃদ্ধের বিরুদ্ধে এমন অপকর্ম করার অভিযোগ আগেও উঠেছে। এরপর শিশুটি বাবা মা নিমতা থানায় ওই বৃদ্ধের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

Nimta: পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার 'দাদু'
এই নির্মীয়মান বাড়ির ছাদেই অপকর্ম করা হয় বলে অভিযোগImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Aug 23, 2023 | 12:55 PM

নিমতা: বছর পাঁচেকের বাচ্চা। মা রান্না করছিলেন। আর মেয়ে নিজের মতোই রান্নাবাটি খেলছিল। পাশের বাড়ির ‘দাদু’ গিয়ে তাকে অন্য খেলনার প্রলোভন দেখান। আর সেই প্রলোভনে পা দিয়েই নিগ্রহের শিকার খুদে। পরিবারের বক্তব্য তেমনই। পাঁচ বছরের শিশুকন্যাকে খেলনার প্রলোভন দেখিয়ে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নিমতায়।

পরিবার সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার নিজের ঘরেই খেলছিল শিশুটি। প্রতিবেশী ওই ব্যক্তি তাকে নতুন খেলনার প্রলোভন দেখিয়ে নিজের বাড়ির ছাদে নিয়ে যান। অভিযোগ, সেখানে তাকে নিগ্রহ করেন।

শিশুটি কিছুক্ষণ পর বাড়িতে ফিরে আসে। কিন্তু যন্ত্রণায় হওয়ায় কান্নাকাটি শুরু করে। শিশুটির মা মেয়েকে স্নান করাতে গিয়ে অস্বাভাবিকতা লক্ষ্য করলে জিজ্ঞাসা করেন। তারপরেই শিশুটি তার মাকে সমস্ত কিছু বলে দেয়।

পরিবারের সদস্যরা প্রতিবেশীদের এ কথা বলেন। তখনও অভিযুক্ত তাঁর বাড়িতেই ছিলেন। স্থানীয় বাসিন্দারা ওই ব্যক্তির বাড়িতে চড়াও হন। তাঁকে প্রথমে জিজ্ঞাসাবাদ করা হয়। তাঁর কথাতে অসঙ্গতি থাকায় মারধর শুরু করেন স্থানীয় বাসিন্দারা। ততক্ষণে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নিমতা থানার পুলিশ।

পুলিশ গিয়ে ওই ব্যক্তিকে আটক করে নিয়ে যায়। পরিবারের অভিযোগ, এই প্রথম নয়, ওই বৃদ্ধের বিরুদ্ধে এমন অপকর্ম করার অভিযোগ আগেও উঠেছে। এরপর শিশুটি বাবা মা নিমতা থানায় ওই বৃদ্ধের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। পুলিশ ওই বৃদ্ধকে গ্রেফতার করেছে। ধৃতের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে। বুধবার তাঁকে ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা হবে। শিশুটির মায়ের বক্তব্য, “আমার বাচ্চাকে ডেকে নিয়ে যায়। আমরা ঘরে কাজ করছিলাম। সেটা খেয়াল করিনি। মেয়েকে খেলনার লোভ দেখিয়ে নিয়ে যায়। তারপর বাড়ির ছাদে নিয়ে গিয়ে নোংরা কাজ করে। আমি স্নান করানোর সময়েই দেখি মেয়ে কাঁদছে ব্যথায়।” যদিও অভিযুক্তের বক্তব্য, “না, আমি এই ধরনের কোনও কাজই করিনি।”