Panchayat Election Result 2023: বামকে পাশে পেয়ে বোর্ড গঠন রামের, তৃণমূল বলল, ‘শূন্য হবে CPM’

Panchayat Election Result 2023: সংশ্লিষ্ট ওই পঞ্চায়েতের প্রধান বিজেপি-র সঞ্জীব ওরাং,উপপ্রধান সিপিআইএম প্রার্থী বাসন্তী হেমব্রম। আমডাঙার ৮টি পঞ্চায়েতের মধ্যে ৭টি তৃণমূলের দখলে ছিল।

Panchayat Election Result 2023: বামকে পাশে পেয়ে বোর্ড গঠন রামের, তৃণমূল বলল, 'শূন্য হবে CPM'
রাম বামের জোটে জয়জয়কারImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Aug 12, 2023 | 4:01 PM

আমডাঙা: পঞ্চায়েত বোর্ড গঠন হচ্ছে জেলায়-জেলায়। আর বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে ভিন্ন ভিন্ন ছবি। কোথাও বামের সমর্থনে তৃণমূল বোর্ড গঠন করছে কোথাও আবার নির্দলের সমর্থনে বিজেপি বোর্ড গঠন করেছে। উত্তর ২৪ পরগনায় মরিচা গ্রামে উঠে এল তেমনই চিত্র। সেখানে রাম-বামের জোটে ভোটাভুটিতে মরিচা পঞ্চায়েত দখল করল বিজেপি (BJP)।

সংশ্লিষ্ট ওই পঞ্চায়েতের প্রধান হলেন বিজেপি-র সঞ্জীব ওরাং,উপপ্রধান সিপিআইএম প্রার্থী বাসন্তী হেমব্রম। আমডাঙার ৮টি পঞ্চায়েতের মধ্যে ৭টি তৃণমূলের দখলে ছিল। মরিচা পঞ্চায়েত ত্রিশঙ্কু হয়। উল্লেখ্য, এই পঞ্চায়েত ২৪ আসন বিশিষ্ট। তৃণমূলের ছিল ১০, বিজেপি পেয়েছে ৭, সিপিআইএম ৪ ও ফরওয়ার্ড ব্লক ২, নির্দল ১ আসনে জয়ী হয়।

এরপর শনিবার ভোটাভুটিতে বোর্ড গঠন করে বিজেপি। বাম-বিজেপি-নির্দল মিলিয়ে ১৪টি ভোট পেয়ে প্রধান হন বিজেপির সঞ্জীব ওরাং। তৃণমূল ১০টি ভোট পেয়ে হেরে যায়। জয়ের পর গেরুয়া ও লাল আবির উড়িয়ে জয়কে সমর্থন করে। এই প্রসঙ্গে তৃণমূল ইসলাম মণ্ডল বলেন, “খুব খারাপ চোখে দেখছি। যেমন বিধানসভায় আইএসএফ এর সঙ্গে জোট করে সিপিএম শূন্য পেয়েছে। মরিচা পঞ্চায়েতেও আগামীতে শূন্য হবে।”

প্রসঙ্গত, ‘কেন্দ্রে কুস্তি আর বাংলায় দোস্তি’ সেই নিয়ে কম কটাক্ষের মুখে পড়তে হয়নি লাল-গেরুয়া শিবিরকে। কিন্তু বাংলায় যে তার কোনও প্রভাব পড়ছে না তা বলাই যায়। এর আগে বাগদার কনিয়াড়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েত গঠনে বিজেপি প্রধানকে সমর্থন করে কংগ্রেস আর ফরওয়ার্ড ব্লক। বিজয় মিছিলে একদিকে যেমন কংগ্রেসর পতাকা দেখা যায় তেমনই ওড়ে বামেদের পতাকা। এরপর আমডাঙাতেও সেই একই ছবি।