Basirhat: সিপিএম রণেভঙ্গ দিতেই গোহারা গেরুয়া, বোর্ড গঠনে বাম হাত মেলাল তৃণমূলের

Basirhat: বসিরহাটের স্বরূপনগর ব্লকের চারঘাট গ্রামপঞ্চায়েত। এখানে ২৪টি আসন। পঞ্চায়েত ভোটে তৃণমূল ১১টি আসনে জয়লাভ করে। বিজেপি জেতে ৬টি আসনে। অন্যদিকে সিপিএম জেতে ৩টি, নির্দল জেতে ৩টি এবং কংগ্রেস ১টিতে জয়লাভ করে।

Basirhat: সিপিএম রণেভঙ্গ দিতেই গোহারা গেরুয়া, বোর্ড গঠনে বাম হাত মেলাল তৃণমূলের
তৃণমূলের বোর্ড গঠন। Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Aug 12, 2023 | 6:14 PM

বসিরহাট: বোর্ড গঠনের আগ-মুহূর্ত পর্যন্ত বিজেপির আত্মবিশ্বাস ছিল তুঙ্গে। গত ৮ অগস্ট আস্থাভোটে এসে সাংবাদিকদের সামনে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর বলেছিলেন, বোর্ড বিজেপিই গঠন করবে। তবে শেষবেলায় নির্দল আর সিপিএম সদস্যর সমর্থন নিয়ে ‘খেলা’ ঘুরিয়ে দিল তৃণমূল। বসিরহাটের স্বরূপনগর ব্লকের চারঘাট গ্রামপঞ্চায়েতে বোর্ড গড়ল শাসকদল।

বসিরহাটের স্বরূপনগর ব্লকের চারঘাট গ্রামপঞ্চায়েত। এখানে ২৪টি আসন। পঞ্চায়েত ভোটে তৃণমূল ১১টি আসনে জয়লাভ করে। বিজেপি জেতে ৬টি আসনে। অন্যদিকে সিপিএম জেতে ৩টি, নির্দল জেতে ৩টি এবং কংগ্রেস ১টিতে জয়লাভ করে। এরপর শোনা যায়, বিরোধীরা এককাট্টা হয়ে এখানে বোর্ড গড়বে। গত ৮ অগস্ট আস্থাভোটও হয়। এদিকে বোর্ড গঠনের আগে নির্দল সদস্য মিরাজ খান ও সিপিএম সদস্য পিঙ্কি হোড় তৃণমূলে যোগ দেন। ফলে এককভাবে আবারও সংখ্যাগরিষ্ঠ হয়ে ওঠে তৃণমূল। প্রধান হন টুম্পা সর্দার এবং উপপ্রধান হন খায়রুল ইসলাম।

বনগাঁ সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেস কমিটির সম্পাদক নারায়ণ কর বলেন, “২৪টির ভিতরে ৬টি আসনে জিতেছে। বিজেপি ৬টা আসন নিয়ে বোর্ড গঠন করার স্বপ্ন দেখেছিল। কিন্তু তা বাস্তবায়িত হয়নি। উল্টে দু’জন স্বেচ্ছায় তৃণমূলে যোগদান করেছেন।”