Panchayat Board: ISF-এর সমর্থনে তৃণমূলের প্রধান! পঞ্চায়েতের বোর্ড গঠনে এলোমেলো সব সমীকরণ
ISF-TMC: বারাসত-১ ব্লকের কদম্বগাছিতে বোর্ড গঠন ঘিরে উঠে আসছে আইএসএফ-এর সঙ্গে তৃণমূলের আঁতাতের তত্ত্বও। অভিযোগ, তৃণমূলের যে গোষ্ঠী সেখানে বোর্ড গঠনের ভোটাভুটিতে জিতেছে, তাদের সমর্থন জানিয়েছে আইএসএফের জয়ী সদস্যরাও।
বারাসত: উত্তর ২৪ পরগনার কদম্বগাছিতে পঞ্চায়েতের বোর্ড গঠন ঘিরে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছিল। বেআব্রু হয়েছিল তৃণমূলের গোষ্ঠী কোন্দলের ছবি। আতঙ্কের বাতাবরণ তৈরি করতে গুলি চালানোর অভিযোগও উঠেছিল। শনিবারের সেই তুলকালাম কাণ্ডের পর গতকাল (রবিবার) গুলি চালানোর অভিযোগে তৃণমূল যুব কংগ্রেসের অঞ্চল সভাপতি মেহবুব হাসানকে গ্রেফতারও করে পুলিশ। এদিকে বারাসত-১ ব্লকের কদম্বগাছিতে বোর্ড গঠন ঘিরে উঠে আসছে আইএসএফ-এর সঙ্গে তৃণমূলের আঁতাতের তত্ত্বও। অভিযোগ, তৃণমূলের যে গোষ্ঠী সেখানে বোর্ড গঠনের ভোটাভুটিতে জিতেছে, তাদের সমর্থন জানিয়েছে আইএসএফের জয়ী সদস্যরাও।
কদম্বগাছি গ্রাম পঞ্চায়েতে মোট ৩০ টি আসন রয়েছে। এবারের পঞ্চায়েত ভোটে সেখানে আইএসএফ-এর দখলে গিয়েছে ৫টি আসন। বাকি সব আসনই জিতেছে তৃণমূল। ফলে পঞ্চায়েতের বোর্ড গঠনে তৃণমূলের কোনও সমস্যা হওয়ার কথাই ছিল না। কিন্তু অভিযোগ, সেখানে পঞ্চায়েতের বোর্ড গঠনের সময়ে তৃণমূলের অফিশিয়াল প্যানেলের বিরুদ্ধে আরও একটি গোষ্ঠী প্রার্থী দিয়েছিল। ফলে প্রধান ও উপপ্রধান বাছাইয়ের জন্য ভোটাভুটি হয়। আর সেই ভোটাভুটিতে তৃণমূলের অফিশিয়াল প্যানেলের প্রার্থীদের হারিয়ে অপর পক্ষ জয়ী হয় এবং বোর্ড গঠন করে। আর এই নিয়েই তুমুল বিক্ষোভ দেখান তৃণমূলের পরাজিত গোষ্ঠী। অভিযোগ উঠছে, আইএসএফের জয়ী সদস্যদের সমর্থন নিয়ে বোর্ড গঠন করা হয়েছে।
এদিকে বোর্ড গঠন ঘিরে উত্তেজনার মধ্যেই একপক্ষ অভিযোগ তুলছে, দলীয় হুইপ অমান্য করেই বোর্ড গঠন হয়েছে। অন্য পক্ষের আবার বক্তব্য, ভোটাভুটির সময় ভিতরে কে কাকে সমর্থন করেছে, সেটি জানার কথা নয়। দিনের শেষে যে তৃণমূলই বোর্ড গঠন করেছে, এটাকেই প্রাধান্য দিচ্ছে জয়ী পক্ষ। এদিকে আইএসএফ সূত্র মারফত জানা যাচ্ছে, কদম্বগাছির এই ঘটনায় কড়া পদক্ষেপের পথে নওশাদ সিদ্দিকীর দল। আইএসএফ-এর ওই চার জয়ী সদস্যকে শোকজ় করা হতে পারে বলেও জানা যাচ্ছে।