Ballot Box: দিকে দিকে পুকুর থেকে ব্যালট উদ্ধারের নেপথ্যে বিরোধীদের চক্রান্ত? নয়া তত্ত্ব জ্যোতিপ্রিয়র

Jyotipriya Mallick: জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, 'বিজেপি, সিপিএম, কংগ্রেসের কিছু নেতারা টিনের বাক্স তৈরি করে, ব্যালটের নকল ছাপিয়ে জলে জলে ফেলে গিয়েছেন। তারপরও ওরাই গিয়ে পুলিশকে সেগুলি দেখাচ্ছে।'

Ballot Box: দিকে দিকে পুকুর থেকে ব্যালট উদ্ধারের নেপথ্যে বিরোধীদের চক্রান্ত? নয়া তত্ত্ব জ্যোতিপ্রিয়র
ফাইল ছবিImage Credit source: টিভি নাইন বাংলা
Follow Us:
| Edited By: | Updated on: Aug 07, 2023 | 4:31 PM

হাবরা: পঞ্চায়েত ভোটপর্ব মিটে গেলেও অস্বস্তি পিছু ছাড়েনি শাসক দলের। জায়গায় জায়গায় পুকুর থেকে ব্যালট পেপার উদ্ধার হয়েছে বিগত কিছু দিনে। আর এসবের মধ্যেই ব্যালট উদ্ধারের ঘটনায় নতুন তত্ত্ব শাসক দলের নেতা তথা রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের গলায়। নকল ব্যালট ছাপিয়ে বিরোধীরাই টিনের বাক্সে ভরে পুকুরে ফেলে দিয়েছে বলে দাবি রাজ্যের বনমন্ত্রীর। রবিবার হাবরা-১ ব্লকে এক কর্মসূচিতে জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, ‘বিজেপি, সিপিএম, কংগ্রেসের কিছু নেতারা টিনের বাক্স তৈরি করে, ব্যালটের নকল ছাপিয়ে জলে জলে ফেলে গিয়েছেন। তারপর ওরাই গিয়ে পুলিশকে সেগুলি দেখাচ্ছে। দশটি পুকুরের মধ্যে নির্দিষ্ট একটি পুকুর পুলিশকে দেখানো হচ্ছে, বলা হচ্ছে ওখানেই ব্যালট আছে!’

উল্লেখ্য, উত্তর ২৪ পরগনার বিভিন্ন এলাকায় পুকুর থেকে ব্যালট উদ্ধারের অভিযোগ উঠেছে। এমনকী হাবরা-২ ব্লকের অশোকনগরে একটি বুথে তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে ব্যালট পেপার চিবিয়ে খেয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এমন অবস্থায় রাজ্যের মন্ত্রী তথা তৃণমূলের প্রথম সারির নেতার মুখে এমন মন্তব্য ঘিরে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে জেলার রাজনীতির অন্দরমহলে। যদিও জ্যোতিপ্রিয় মল্লিকের দাবি, এটা দলীয় মন্তব্য নয়, এই মতামত তাঁর ব্যক্তিগত। দিকে দিকে যেভাবে পুকুর থেকে ব্যালট উদ্ধারের অভিযোগ উঠছে, তাতে তৃণমূল নেতার সন্দেহ বিরোধীরাই পরিকল্পনা করে এই নকল ব্যালট ছাপিয়ে এই কাণ্ড ঘটিয়ে থাকতে পারে।

তবে জ্যোতিপ্রিয় মল্লিকের এমন সন্দেহ প্রকাশের পর পাল্টা দিয়েছেন বিজেপির বারাসত সংসদীয় জেলা সভাপতি তরুণকান্তি ঘোষ। তৃণমূলকে খোঁচা দিয়ে তাঁর বক্তব্য, ‘বিরোধীরা যদি এই কাজ করতে পারত, তাহলে ভোটের সময় এত মারদাঙ্গা করার কী দরকার ছিল? বিরোধীদের তাড়িয়ে দেওয়ার কী দরকার ছিল? গণনার দিনই তো কেউ ব্যালট পেপার খেয়ে নিয়েছে, কেউ জলে ফেলে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। তাহলে এই ধরনের সন্দেহের ভিত্তি কী?’