Firing Incident: অল্পের জন্য রক্ষা পেল বুলেট, গুলি চালনার ঘটনায় গ্রেফতার যুব তৃণমূল নেতা

মেহবুব হাসান ওরফে নয়ন নামের এক যুব তৃণমূলের নেতার বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ ওঠে শনিবার রাতে। বুলেট নামের পঞ্চায়েত সদস্যকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ।

Firing Incident: অল্পের জন্য রক্ষা পেল বুলেট, গুলি চালনার ঘটনায় গ্রেফতার যুব তৃণমূল নেতা
প্রতীকী ছবিImage Credit source: twitter
Follow Us:
| Edited By: | Updated on: Aug 13, 2023 | 3:25 PM

দত্তপুকুর: পঞ্চায়েতের বোর্ড গঠন নিয়েও অশান্তি সামনে আসছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে। কোথাও বোমাবাজি, তো কোথাও গুলিচালনা, কোথাও আবার খুনের ঘটনাও ঘটেছে। এই সব ঘটনায় অনেক ক্ষেত্রে শাসকের গোষ্ঠীদ্বন্দ্বও সামনে এসেছে। শনিবারই পঞ্চায়েত বোর্ড গঠন হয়েছে উত্তর ২৪ পরগনার দত্তপুকুরের কদম্বগাছি পঞ্চায়েতে। পঞ্চায়েত গঠন ঘিরেই দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলার সূত্রপাত। এর জেরে শনিবার রাতে গুলি চালনার ঘটনাও ঘটে। গুলি চালনার অভিযোগে দত্তপুকুর থানার পুলিশ গ্রেফতার করেছে যুব তৃণমূলের স্থানীয় অঞ্চল সভাপতিকে।

দত্তপুকুর কদম্বগাছি পঞ্চায়েত গিয়েছে তৃণমূলেরই দখলে। কিন্তু তা সত্ত্বেও চলেছে গুলি। মেহবুব হাসান ওরফে নয়ন নামের এক যুব তৃণমূলের নেতার বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ ওঠে শনিবার রাতে। বুলেট নামের পঞ্চায়েত সদস্যকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ। যদিও অল্পের জন্য গুলিবিদ্ধ হওয়া থেকে রক্ষা পান বুলেট। সেই ঘটনাতেই এই গ্রেফতার।

শনিবার রাতেই বসিরহাটে খাসবালান্দা গ্রাম পঞ্চায়েতের সামলা এলাকায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে এক তৃণমূল নেতার। শেখ সাহেব নামে ওই তৃণমূল নেতা পঞ্চায়েত ভোটে তৃণমূলের টিকিটে জিতেছিলেন।