Panchayat Election 2023 Result: ‘তোমরা তো ছাপ্পা দিতে ঢুকেছিলে? প্রতিদানটা দিলে না তো?’, মিষ্টি হেসে তৃণমূল নেতাকে প্রশ্ন অগ্নিমিত্রার
Panchayat Election 2023 Result: সকালে অগ্নিমিত্রা যখন গণনাকেন্দ্রের বাইরে বসে ছিলেন, তখন তাঁর সঙ্গে দেখা করতে আসেন নুনিয়া ও তাঁর সঙ্গীরা। সৌজন্যের হাসি হাসেন অগ্নিমিত্রাও।
আসানসোল: ভোটের দিন থেকে যে তুমুল অশান্তির খবর সামনে এসেছে, তার মধ্যে বিরোধী দলের প্রতি ‘সৌজন্য’ বিরলই বটে। গণনার সকালে সেই সৌজন্যের দৃশ্য দেখা গেল ভোট গণনার দিন সকালে। কোথাও পড়ছে বোমা, কোথাও চলছে লাঠিচার্জ। আর আসানসোলে গণনা কেন্দ্রের বাইরে হাসিমুখে কথা বললেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল ও তৃণমূল নেতা বিনোদ নুনিয়া। এই বিনোদ নুনিয়া হচ্ছেন তিনিই, যাঁর বিরুদ্ধে ভোটের দিন একগুচ্ছ অভিযোগ তুলেছে বিরোধীর। আদৌ কি সৌজন্যের নজির দেখা গেল?
ভোটের দিন রানিগঞ্জের জেমেরি পঞ্চায়েতে গুলি চলেছিল। চলবলপুরে বুথ লুঠ হওয়ার অভিযোগ উঠেছিল, দামালিয়াতে বিজেপির পোলিং এজেন্টকে মারধর করার অভিযোগও উঠেছিল। বিরোধীদের অভিযোগ, এই সব ঘটনার মূলে ছিলেন বিনোদ নুনিয়া।
এদিন সকালে অগ্নিমিত্রা যখন গণনাকেন্দ্রের বাইরে বসে ছিলেন, তখন তাঁর সঙ্গে দেখা করতে আসেন নুনিয়া ও তাঁর সঙ্গীরা। সৌজন্যের হাসি হাসেন অগ্নিমিত্রাও। আর হাসতে হাসতে সরাসরি তৃণমূল নেতাকে বুঝিয়ে দেন, সব অভিযোগের খবর আছে তাঁর কাছে।
বিনোদকে বিজেপি বিধায়ক বলেন, “আমি তো তোমার অফিসে গিয়েছিলাম সৌজন্য বজায় রাখতে, তোমাকে সম্মান দিয়েছিলাম। কিন্তু তুমি তো সেই প্রতিদান দিলে না?” বিনোদের উত্তর, “দিয়েছি তো দিদি।” আবারও হাসিমুখে অগ্নিমিত্রা বলেন, “কই দিলে? তোমরা তো ছাপ্পা দিতে ঢুকেছিলে? ঢোকোনি বলছ?” বিনোদের সাফাই, “ঢুকেছিলাম। ভোট কেমন হচ্ছে দেখতে ঢুকেছিলাম।”
আরও নরম হেসে অগ্নিমিত্রার জবাব, “৩০-৪০ জন কি বুথে ঢুকতে পারে? তুমি বেশিদিন রাজনীতি করছ, আমি কম দিন করছি। কিছু তো জানি।” তৃণমূল নেতাকে বিধায়ক আরও বলেন, “আমাদের নেতারা গুলি চালায়নি। সে দিন গুলি কে চালিয়েছিল, তুমি জানো। সাদা গাড়ি চেপে কে এসেছিল, কার হাতে থলি ছিল।” এমন বাক্যালাপের পর তৃণমূল নেতারা বিজেপি নেত্রীকে পরামর্শ দেন, আপনাদের কর্মীদের বলুন মাঠে নেমে কাজ করতে।
তবে অগ্নিমিত্রা এদিন স্পষ্ট জানিয়েছেন, ভোটে যে অশান্তির অভিযোগ উঠেছে, তাতে কোনও প্রত্যাশা নেই তাঁর। তবে বিজেপি কর্মীরা বা কাউন্টিং এজেন্টরা যাতে নিরাপদে বাড়ি ফিরতে পারেন, সেজন্যই তিনি গণনা কেন্দ্রের বাইরে বসে আছেন।