West Bengal Panchayat Elections 2023: ভোট দিলেন ১০৪ বছরের প্রবীণ ভোটার হারাধন সাহা

West Bengal Panchayat Elections 2023: শনিবার সকাল-সকাল ভোট দেন তিনি। তবে লাইনে যাতে দাঁড়াতে না হয় ভোটকেন্দ্রে পৌঁছনো মাত্রই তাঁকে জায়গা করে দেওয়া হয়।

West Bengal Panchayat Elections 2023: ভোট দিলেন ১০৪ বছরের প্রবীণ ভোটার হারাধন সাহা
হারাধন সাহাImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jul 08, 2023 | 2:38 PM

দুর্গাপুর: ভোটের বাংলায় যখন লাগাতার হিংসার পরিস্থিতি প্রকাশ্যে আসছে। তখন আবার পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের থেকে উঠে এল অন্য ছবি। গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসবে যোগ দিলেন জেলার প্রবীণতম ভোটার। পঞ্চায়েত নির্বাচনে ভোট দিলেন ১০৪ বছরের বৃদ্ধ হারাধন সাহা।

শনিবার সকাল-সকাল ভোট দেন হারাবাবু। তবে লাইনে যাতে তাঁকে অপেক্ষা করতে না হয় সেই জন্য ভোটকেন্দ্রে পৌঁছনো মাত্রই জায়গা করে দেওয়া হয় হারাধন সাহাকে। এ দিন নাতির সঙ্গে অটোতে চড়ে আসেন নিজের ভোটকেন্দ্র সরস্বতীগঞ্জে। ভোট দেওয়ার পর বাড়ি ফিরে যান হারাধনবাবু।

উল্লেখ্য, এ দিকে, সকাল থেকেই পঞ্চায়েত নির্বাচনের জেরে অশান্তির খবর উঠে এসেছে বাংলা জুড়ে। একাধিক জায়গা থেকে মৃত্যুর খবর প্রকাশ্যে এসেছে। সূত্রের খবর,অনেক জায়গাতেই ভোটাররা ভয়ে বের হতেই পারছেন না। হিংসার জন্য নির্বাচনে অংশ নিতেই চাইছেন না অনেকে। জানা যাচ্ছে বেলা ১১টা থেকে ভোট পড়েছে ২২.৬ শতাংশ।

এ দিকে, আজ নির্বাচন কমিশনের তরফে জেলা শাসকদের নির্দেশ দেওয়া হয়েছে বুথে-বুথে গিয়ে খোঁজ নিতে হবে তাঁদের। কোথায়-কোথায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে সেই সমস্ত বিস্তারিত তালিকা পাঠাতে হবে কমিশনে।