Diesel: ‘ফ্রি’-তে মিলছে লিটার লিটার ডিজেল! যত পারো তত নাও… হুড়োহুড়ি দাসপুরে
Paschim Medinipur: কে কত বেশি ডিজেল তুলে নিতে পারবে! এ যেন এক প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছে। বুধবার দুপুরে এমনই এক দৃশ্য দেখা গেল পশ্চিম মেদিনীপুরের দাসপুরে।
দাসপুর: ডিজেলের দাম এখন যাচ্ছে লিটার পিছু ৯২ টাকার উপরে। গাড়ি, বাইক চালানো হাতি পোষার সামিল হয়ে উঠেছে মধ্যবিত্ত পরিবারের কাছে। আর সেই তেল যদি কোথাও বিনামূল্য পাওয়া যায়! এ তো একেবারে বাম্পার অফার। ‘অমূল্য রতন’ একেবারে ফ্রি-তে। হুড়োহুড়ি তো পড়বেই। হলও তাই। ফ্রি-তে ডিজেল পেতে ছুটোছুটি পড়ে গিয়েছে মানুষজনের মধ্যে। কে কত বেশি ডিজেল তুলে নিতে পারবে! এ যেন এক প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছে। বুধবার দুপুরে এমনই এক দৃশ্য দেখা গেল পশ্চিম মেদিনীপুরের দাসপুরে।
ভাবছেন কোথায় আবার এমন দুর্দান্ত অফার মিলছে? না না, কোনও অফার নয়। পেট্রোল-ডিজেল ভর্তি একটি গাড়ি উল্টে গিয়েছে রাস্তার ধারে। আর সেই তেলের ট্যাঙ্কার থেকে ডিজেল ছড়িয়ে পড়ে রয়েছে রাস্তায়। ট্যাঙ্কার থেকে গড়াচ্ছে তেল। আর সেই মহার্ঘ জ্বালানি ফ্রি-তে পেতে ঘটি,বাটি, বালতি, ড্রাম… যে যা পেয়েছেন, তাই নিয়ে ছুটছেন। সে একেবারে হুলুস্থূল কাণ্ড।
বুধবার দুপুরে দাসপুর থানার অন্তর্গত রাজনগরে ঘাটাল-মেদিনীপুর রাজ্য সড়কের কাছে দুর্ঘটনার কবলে পড়ে একটি তেলের ট্যাঙ্কার। রাস্তায় বাঁক নেওয়ার সময় ট্যাঙ্কারের সামনের একটি চাকা ফেটে যায়। আর তাতেই ঘটে বিপত্তি। গতি সামলাতে না পেরে রাস্তার ধারে উল্টে যায় তেলের ট্যাঙ্কার। ট্যাঙ্কারের খালাসি অক্ষত থাকলেও আহত হয়েছেন গাড়ির চালক। তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। আর এদিকে ততক্ষণে আশপাশের এলাকাবাসীর কাছে খবর পৌঁছে যায় ট্যাঙ্কার দুর্ঘটনার। সেই খবর পেয়েই হাতের কাছে যে যা পেয়েছেন, তাই নিয়েই ছুটে এসেছেন ডিজেল সংগ্রহ করতে। ছুটোছুটি পড়ে গিয়েছে।
রাস্তায় তেল গড়িয়ে পিচ্ছিল হয়ে গিয়েছে। ছুটতে গিয়ে পা পিছলে কেউ কেউ আছাড়ও খাচ্ছেন। তাও কোনও হুঁশ নেই। আবার উঠে তেল নিচ্ছেন। পুলিশকর্মীরা দুর্ঘটনাস্থলে পৌঁছলেও, তাঁরাও সামাল দিয়ে উঠতে পারছেন না। পুলিশ বাধা দিচ্ছে। কিন্তু সেসবের তোয়াক্কা কে করে! এমন ফ্রি-তে ডিজেল কি আর রোজ রোজ পাওয়া যায়! ট্যাঙ্কারের খালাসিও নিরুপায় হয়ে পুরোটা দেখলেন। জানালেন, ট্যাঙ্কারে মোট ১২ হাজার লিটার তেল ছিল। ৮ হাজার লিটার ডিজেল। বাকিটা পেট্রোল। তবে শেষ পর্যন্ত কোন গ্রামবাসী কতটা মালামাল হলেন, সেটা জানা যায়নি।