Medinipur: একটা জমি নিয়ে বিবাদ, ফোন করে বাড়ি জ্বালিয়ে দেওয়ার ‘হুমকি’ শাসকদলের পঞ্চায়েত সদস্যের! ভাইরাল অডিয়ো
Medinipur: ডেবরা থানায় একটি অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগ দায়ের করার পরই বৃহস্পতিবার রাতে ওই তৃণমূলের পঞ্চায়েত সদস্য বিদ্যধরের বাড়িতে ফোন করেন। বিদ্যাধরের স্ত্রী ফোন ধরেন।
মেদিনীপুর: জায়গা জমি নিয়ে বিবাদ! আর তাতে বাড়ি জ্বালিয়ে দেওয়ার হুমকি। ভাইরাল সেই অডিয়ো ক্লিপ। অভিযোগ তৃণমূলের জয়ী পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের রাধামোহনপুর ১১/২ অঞ্চলের নিজপপন এলাকায়। জানা গিয়েছে, নিজপপন এলাকায় এক ব্যাক্তির কাছ থেকে গত দু’বছর আগে একটি জায়গা কিনেছিলেন ওই এলাকারই বাসিন্দা বিদ্যাধর ভর্ট্টাচার্য। সেই জায়গা নিয়ে দীর্ঘ দু’বছর ধরে সমস্যা চলছে। জমি বিবাদকে কেন্দ্র করে কয়েকবার মারপিটের ঘটনাও ঘটেছে। এই নিয়ে থানার দ্বারস্থ হয়েছিল পরিবার। পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে সাময়িক সমস্যা মিটলেও আবার সেই জমিতে হাল করা নিয়ে পরিস্থিতি তপ্ত হয়ে ওঠে।
এনিয়ে বিদ্যাধর স্থানীয় বর্তমান তৃণমূলের জয়ী সদস্য অনিন্দ্য দাসের কাছে যান। সেখানে বিষয়টি জানান। তিনি আশ্বাসও দেন। বারংবার ওই পঞ্চায়েত সদস্যের কাছে গেলে কার্যত নিরাশ হয়ে ফেরেন বিদ্যাধর। গত রবিবার আবার পুনরায় ডেবরা থানার দ্বারস্থ হন।
ডেবরা থানায় একটি অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগ দায়ের করার পরই বৃহস্পতিবার রাতে ওই তৃণমূলের পঞ্চায়েত সদস্য বিদ্যধরের বাড়িতে ফোন করেন। বিদ্যাধরের স্ত্রী ফোন ধরেন। ফোনের রেকর্ডিংয়ে শোনা যাচ্ছে, কেন থানায় গিয়েছেন, তার জন্য বাড়ি জ্বালিয়ে দেওয়ার জন্য হুমকি দিচ্ছেন। এমনকি গ্রাম থেকে আলাদা করে দেওয়ারও হুমকি দেন।
৬.২০ সেকেন্ডের একটি অডিয়ো ক্লিপ ভাইরাল হয়। যদিও এই ভাইরাল অডিয়ো ক্লিপের সত্যতা যাচাই করেনি TV9 বাংলা। যদিও এবিষয়ে অভিযোগ ওঠা তৃণমূলের পঞ্চায়েত সদস্য অনিন্দ্য দাসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ক্যামেরার সামনে মুখ খুলতে চাননি।
তবে অফ ক্যামেরা তিনি যে হুমকি দিয়েছেন তা স্বীকার করে ক্ষমা চেয়েছেন। তবে জানিয়েছেন এটা জায়গা নিয়ে সমস্যা। উচ্চ নেতৃত্বকে জানিয়েছেন।
বিষয়টি নিয়ে কটাক্ষ করেছে বিজেপি। বিজেপির জেলা সভাপতি তন্ময় দাস বলেন, “তৃণমূল দলটা দুর্নীতিতে ভরে গিয়েছে। এটাই রাজ্যের কালচার। একজন পঞ্চায়েত সদস্য হয়ে মহিলাকে হুমকি দিচ্ছেন!” এবিষয়ে ডেবরা ব্লক তৃণমূলের সভাপতি বিবেকানন্দ মুখোপাধ্যায় বলেন, “এখনও এবিষয়ে আমার কাছে কোনও অভিযোগ আসেনি। অভিযোগ এলে আমি ব্যবস্থা নেব।”