Suvendu Adhikari: গোয়ালতোড়ের পর আবার পিংবনিতেও, শুভেন্দুর সভা বাতিল করল পুলিশ
Suvendu Adhikari: প্রথমে জেলা বিজেপির তরফে গোয়ালতোড় কলেজ মাঠে সভা করার কথা ঠিক থাকলেও পুলিশের অনুমতি না পেয়ে পরবর্তীতে পিংবনিতে এই সভা করার সিদ্ধান্ত নেওয়া হয়।
মেদিনীপুর: রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভা নিয়ে টালবাহানা অব্যাহত। গোয়ালতোড় কলেজ মাঠের পর পিংবনিতেও সভার অনুমতি বাতিল করল পুলিশ। আইনশৃঙ্খলার অবনতি হতে পারে এই কারণ দেখিয়ে বাতিল করা হয়েছে শুভেন্দু অধিকারীর সভার অনুমতি। সূত্রের খবর, সভার অনুমতি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছেন শুভেন্দু। উল্লেখ্য, ৯ অগস্ট বিশ্ব আদিবাসী দিবসের দিন এক দিকে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়গ্রামে সভা করবেন ঠিক সেই সময় গোয়ালতোড়ে সভা করার কথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।
প্রথমে জেলা বিজেপির তরফে গোয়ালতোড় কলেজ মাঠে সভা করার কথা ঠিক থাকলেও পুলিশের অনুমতি না পেয়ে পরবর্তীতে পিংবনিতে এই সভা করার সিদ্ধান্ত নেওয়া হয়। বিজেপির দাবি, ইচ্ছে করেই শুভেন্দু অধিকারীর সভার অনুমতি প্রত্যাহার করেছে পুলিশ। গোটা বিষয় নিয়ে ইতিমধ্যেই হাইকোর্টের দ্বারস্থ হচ্ছে বিজেপি, এমনটাই খবর বিজেপি সূত্রে।
বিজেপির তরফে বলা হয়, “সভার কাজ আমরা চালাচ্ছি। কিন্তু পুলিশ প্যান্ডেলের কাজ বন্ধ করছে, প্রচারের কাজ বন্ধ করছে। আমি হাইকোর্টে গিয়েছি। প্রথমে কলেজ ময়দানে সভা করার কথা ছিল।কিন্তু প্রিন্সিপ্যালকে নানারকম চাপ দিয়ে সেই অনুমতি প্রত্যাহার করানো হয়। এখন এখানে সভা করার কথা ভাবছি। সেখানেও সমস্যা হচ্ছে।”
তবে এই প্রথমবার নয়, মেদিনীপুরের চন্দ্রকোণায় শুভেন্দু অধিকারীর সভা ঘিরে আগেও বিতর্ক ছড়িয়েছে। । পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার ঝাঁকড়ায় শুভেন্দু অধিকারীর সভার অনুমতি বাতিল করে চন্দ্রকোণা টাউন থানার পুলিশ। চন্দ্রকোনার ঝাঁকড়া হাইস্কুলের মাঠে সভা করার কথা ছিল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। সভার কয়েক ঘণ্টা আগেই চন্দ্রকোনা টাউন থানার চিঠি প্রকাশ করে জানায়, অনুমতি দেওয়া হয়নি। তা নিয়ে বিতর্ক ছড়়ায়। স্কুল কর্তৃপক্ষ সভার বিষয়টি মেনে নিয়েছিল।
স্কুলের প্রধান শিক্ষক স্কুলের মাঠে সভার অনুমতি দিলেও স্কুলের ম্যানেজিং কমিটি সেই অনুমতি বাতিল করে। ফলে শুভেন্দুর সভা বাতিল হয়। পরে আদালতের দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু।