MP SS Ahluwalia: আলুওয়ালিয়ার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী মহিলা, অভিযোগ তৃণমূলের, ‘অসম্ভব’ বলল বিজেপি

Burdwan: ঊষা জানান, বর্ধমান বাজেপ্রতাপপুরের বাসিন্দা তিনি। এমন একটা ঘটনা ঘটল, অথচ গাড়ির মালিক নামলেন না বলে অভিযোগ ঊষার। এরপর স্থানীয় এক মহিলা তাঁকে ডাক্তারখানায় নিয়ে যান।

MP SS Ahluwalia: আলুওয়ালিয়ার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী মহিলা, অভিযোগ তৃণমূলের, 'অসম্ভব' বলল বিজেপি
ঊষা হাটি। Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Aug 07, 2023 | 12:04 AM

পূর্ব বর্ধমান: বিজেপি সাংসদের গাড়ির ধাক্কায় এক মহিলা সাইকেল আরোহী আহত হয়েছেন বলে অভিযোগ তুলল তৃণমূল। রবিবার বর্ধমান শহরের বীরহাটায় এই ঘটনা ঘটে। বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ এসএস আলুওয়ালিয়া। অভিযোগ, তাঁরই গাড়ি এক সাইকেল আরোহী মহিলাকে ধাক্কা মারে। আর আহত সেই মহিলার চিকিৎসার ভার তৃণমূলের লোকজন নেন বলেও শাসকদলের দাবি। যদিও বিজেপির দাবি, এমনটা হতেই পারে না। এমন ঘটনা ঘটলে সাংসদ কখনও গাড়ি নিয়ে চলে যাওয়ার মানুষই নন।

ঊষা হাটি নামে এক মহিলা পরিচারিকার কাজ করেন। তিনি জানান, কাজ সেরে ফিরছিলেন। স্থানীয় কালীবাজার এলাকা থেকে আসার পথে একটি গাড়ি তাঁকে ধাক্কা মারে। ঊষার কথায়, “আমি আবার চেঁচিয়ে বললাম চোখে দেখতে পাচ্ছেন না। ধাক্কা মেরে দিলেন। কাচ খুলে একজন ভদ্রলোক দেখলেন সবটা। এক পাঞ্জাবি ভদ্রলোক ছিলেন। বললেন ‘হয়ে গিয়েছে যখন কী আর করব’। কিন্তু এটা তো কথা নয়। হয়ে গিয়েছে বললে হবে না। আমার কিছু হয়ে গেলে। ঘরে দু’টো বাচ্চা মেয়ে আছে আমার।”

ঊষা জানান, বর্ধমান বাজেপ্রতাপপুরের বাসিন্দা তিনি। এমন একটা ঘটনা ঘটল, অথচ গাড়ির মালিক নামলেন না বলে অভিযোগ ঊষার। এরপর স্থানীয় এক মহিলা তাঁকে ডাক্তারখানায় নিয়ে যান। ডাক্তার কতগুলি এক্স-রে দিয়েছেন। কাঁধে, হাতে লেগেছে বলে জানান তিনি।

তৃণমূল নেতা খোকন দাস বলেন, “কার্জন গেটে আমাদের অবস্থান চলছিল। দেখলাম সাংসদের গাড়ি গেল। রেলের কোনও অনুষ্ঠানে যাচ্ছিলেন। আমাদের ধরনাস্থল থেকে একটু এগিয়ে গিয়ে এক মহিলাকে ধাক্কা মারে গাড়িটি। ৩৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ঊষা হাঁটিকে ধাক্কা মারে। দুঃখের বিষয়, একজন সাংসদ একটা মেয়েকে ধাক্কা মেরে চলে গেলেন, একবার দেখলেন না।” যদিও অভিযোগ মানতে চাননি বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ।

মৃত্যুঞ্জয় চন্দ বলেন, “বিষয়টি নিয়ে রাজনীতি করা হচ্ছে। আমাদের সাংসদ খুবই মানবিক। এমনও হয়েছে, কারও চিকিৎসার খরচ নিজের পকেট থেকে দিয়েছেন। অথচ ওঁর গাড়িতে কারও ধাক্কা লাগবে আর উনি চিকিৎসা না করিয়ে চলে যাবেন এটা হতেই পারে না। তাঁকে কালিমালিপ্ত করার চেষ্টা হচ্ছে।”