Ketugram: ভরসন্ধ্যায় কেতুগ্রামে ইটভাটার মালিককে গুলি করে খুন
Purba Burdwan: কী কারণে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনায় ব্যক্তিগত কোনও ঝামেলা রয়েছে নাকি রাজনীতির হাত আছে সবটাই খতিয়ে দেখা হচ্ছে।
পূর্ব বর্ধমান: ভরসন্ধ্যায় চলল গুলি। এক ইটভাটার মালিককে লক্ষ্য করে গুলি করা হয় বলে অভিযোগ। কেতুগ্রামের রাজরে ওই ইটভাটার মালিককে গুলি করে খুন করা হয় বলে অভিযোগ। নিহতের নাম বটু মির্জা (৫৫)। তাঁর ইটভাটার মধ্যেই তাঁকে গুলি করে খুন করা হয় বলে অভিযোগ। রক্তাক্ত বটুর দেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয় পাশের জেলা বীরভূমের সিয়ান হাসপাতালে। কী কারণে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনায় ব্যক্তিগত কোনও ঝামেলা রয়েছে নাকি রাজনীতির হাত আছে সবটাই খতিয়ে দেখা হচ্ছে।
সূত্রের খবর, রবিবার সন্ধ্যায় হাঁটতে বেরিয়েছিলেন বটু মির্জা। অভিযোগ, সেই সময়ই তাঁর উপর হামলা চলে। ইটভাটার কিছুটা দূরেই দু’টি মোটরবাইকে চেপে আসেন দুষ্কৃতীরা। বাইকে চারজন ছিলেন বলে স্থানীয় সূত্রে খবর। একেবারে সামনে থেকে গুলি করা হয় বলে অভিযোগ। যেহেতু দুষ্কৃতীদের মাথায় হেলমেট ছিল, মুখও ঢাকা ছিল তাই কারও মুখ দেখা যায়নি। গুলি চালানোর পরই বাইক হাঁকিয়ে এলাকা ছেড়ে পালিয়ে যায়।
ইটভাটার অন্যান্য কর্মী বটু মির্জাকে উদ্ধার করে সিয়ান হাসপাতালে নিয়ে যান। তবে পথেই মৃত্য়ু হয় তাঁর। এই খুনের কারণ এখনও স্পষ্ট নয়।