App Fraud: টাকা দ্বিগুণ করার প্রলোভন দেখিয়ে অ্যাপের মাধ্যমে কয়েক কোটি প্রতারণা, গ্রেফতার মূল অভিযুক্ত
Fraud Case: অভিযোগ টি অ্যান্ড জি নামে একটি অ্যাপের মাধ্যমে প্রতারণা চলত। এই অ্যাপ থেকেই ওয়ালেটে পড়ত মুনাফার অঙ্ক। অন্যদিকে জি পে, ফোন পের মাধ্যমে টাকা দিতে হতো উপভোক্তাদের।
কালনা: অনলাইন অ্যাপের মাধ্যমে প্রতারণার অভিযোগ। সেই ঘটনায় পূর্বস্থলী থেকে গ্রেফতার সন্দীপ সেন নামে এক অভিযুক্ত। অভিযোগ, অ্যাপের মাধ্যমে টাকা নিয়ে তা স্বল্প সময়ের মধ্যে দ্বিগুণ করার প্রলোভন দেখিয়ে কয়েক কোটি টাকার প্রতারণা চালাত অ্যাপটি। সেখানে সন্দীপই প্রধান বলে জানতে পারে পুলিশ। অভিযোগ, বেশ কয়েকদিন ধরেই তাঁকে গ্রেফতারের চেষ্টা চলছিল। এরইমধ্যে শুক্রবার পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতে এক দিদির বাড়িতে আসেন সন্দীপ। সেখান থেকেই পুলিশ তাঁকে গ্রেফতার করে।
অভিযোগ, দুঃস্থ লোকজনকে ফাঁদে ফেলাই মূল লক্ষ্য ছিল সন্দীপদের। টাকা দ্বিগুণ করার লোভ দেখিয়ে প্রতারণা চলত বলে অভিযোগ। আর সেই টাকায় ফ্ল্যাট, সম্পত্তি, সোনাদানায় ঘর ভরতেন অভিযুক্ত। শনিবার কালনা আদালতে তোলা হয় ধৃতকে। পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত এগোতে চাইছে।
অভিযোগ টি অ্যান্ড জি নামে একটি অ্যাপের মাধ্যমে প্রতারণা চলত। এই অ্যাপ থেকেই ওয়ালেটে পড়ত মুনাফার অঙ্ক। অন্যদিকে জি পে, ফোন পের মাধ্যমে টাকা দিতে হত উপভোক্তাদের। সন্দীপ সেনের বক্তব্য, “যে সংস্থার ওই অ্যাপ তারা দাবি করত কেন্দ্র তাদের এই অ্যাপ চালানোর অনুমতি দিয়েছে। ওরা বলত নয়া দিল্লি থেকে এই অ্যাপ চলত।” এই ঘটনায় পূর্বস্থলী দু’নম্বর বিডিও অফিসের একজনের বিরুদ্ধেও সুর চড়িয়েছেন সন্দীপ। পুলিশ গোটা ঘটনা খতিয়ে দেখছে।